Jharkhand School Incident: এ কেমন বিচার! স্কুলের ৮০ জন ছাত্রীর শার্ট খুলতে বাধ্য করল প্রধান শিক্ষক, জানুন ঘটনাটি...
- Published by:Sounak Chakraborty
- news18 bangla
Last Updated:
Jharkhand School Incident: স্কুলের প্রধান শিক্ষক পেন ডে উদযাপনে আপত্তি জানান এবং ছাত্রছাত্রীরা ক্ষমা চাওয়া সত্ত্বেও তাদের শার্ট খুলে দিতে বলেন...
ধানবাদ: ঝাড়খণ্ডের ধানবাদের একটি বেসরকারি স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে ১০ম শ্রেণির ৮০ জন ছাত্রীকে শার্ট খুলতে বাধ্য করার অভিযোগ উঠেছে। ছাত্রীদের শার্টে বার্তা লেখার জন্য তাদের এই অপমানজনক অবস্থায় বাধ্য করা হয় বলে অভিযোগ করা হয়েছে। এই ঘটনার পর প্রশাসন তদন্ত শুরু করেছে বলে একজন সরকারি কর্মকর্তা শনিবার জানিয়েছেন।
অভিযোগ অনুযায়ী, ছাত্রীদের শার্ট খুলে ব্লেজার পরে বাড়ি ফিরে যেতে বাধ্য করা হয়েছিল। এই ঘটনা শুক্রবার ধানবাদের জোড়াপোখর থানার অধীন দিগওয়াদিহ এলাকার একটি নামী স্কুলে ঘটেছে, ধানবাদ জেলা শাসক (ডিসি) মাধবী মিশ্র জানিয়েছেন।
advertisement
অভিভাবকদের অভিযোগ, পরীক্ষার পরে ১০ম শ্রেণির ছাত্রীরা ‘পেন ডে’ উদযাপন করছিল এবং পরস্পরের শার্টে বার্তা লিখছিল।
advertisement
স্কুলের প্রধান শিক্ষক এই উদযাপনে আপত্তি জানান এবং ছাত্রছাত্রীদের ক্ষমা চাওয়া সত্ত্বেও তাদের শার্ট খুলে দিতে বলেন। এরপর ছাত্রীদের শার্ট ছাড়া ব্লেজার পরে বাড়ি পাঠানো হয় বলে অভিভাবকেরা ডিসিকে জানিয়েছেন।
“বিভিন্ন অভিভাবক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। আমরা ক্ষতিগ্রস্ত ছাত্রীদের সঙ্গেও কথা বলেছি। প্রশাসন এই ঘটনাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে। এই বিষয়ে তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে,” মিশ্র বলেন।
advertisement
তদন্ত কমিটিতে এসডিএম, জেলা শিক্ষা আধিকারিক, জেলা সমাজকল্যাণ আধিকারিক এবং সাব-ডিভিশনাল পুলিশ অফিসার অন্তর্ভুক্ত রয়েছেন। তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে বলে ডিসি জানিয়েছেন।
শনিবার, যখন অভিভাবকেরা প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে ডিসির অফিসে যান, তখন তাদের সঙ্গে ছিলেন ঝাড়িয়া বিধানসভা এলাকার বিধায়ক রাগিনী সিং। তিনি এই ঘটনাকে “লজ্জাজনক ও দুর্ভাগ্যজনক” বলে বর্ণনা করেছেন।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 11, 2025 10:35 PM IST