ঝাড়খণ্ডেও এবার লক্ষ্মীর ভাণ্ডার মডেল! পড়শি রাজ্যে কী কী সুবিধা, মাসে কত টাকা?
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
আধিকারিকদের যুদ্ধকালীন তৎপরতায় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী। যাতে প্রকল্পের সুবিধাগুলি নির্ধারিত সময়ের মধ্যে যোগ্য মহিলাদের কাছে পৌঁছতে পারে।
রাঁচি: বাংলার দেখাদেখি এবার পড়শি রাজ্য ঝাড়খণ্ডেও লক্ষ্মীর ভাণ্ডারের অনুকরণে শুরু হতে চলেছে নতুন প্রকল্প৷ ঝাড়খণ্ডে এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে ‘ঝাড়খণ্ড মুখ্যমন্ত্রী মাইয়া সম্মান যোজনা।’ এই প্রকল্পের অধীনে বাংলার লক্ষ্মীর ভাণ্ডারের মতোই ২১ থেকে ৫০ বছর বয়সি মহিলারা মাসে ১০০০ টাকা করে পাবেন৷ ঝাড়খণ্ডের প্রায় ৫০ লক্ষ মহিলা এই পরিষেবা পাবেন বলে জানানো হয়েছে।
ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক যথেষ্টই ভাল৷ এবার মমতার স্বপ্নের প্রকল্প নিজের রাজ্যে চালু করতে চলেছেন হেমন্ত৷
advertisement
আধিকারিকদের যুদ্ধকালীন তৎপরতায় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী। যাতে প্রকল্পের সুবিধাগুলি নির্ধারিত সময়ের মধ্যে যোগ্য মহিলাদের কাছে পৌঁছতে পারে। বৈঠকে মুখ্যমন্ত্রী তথ্য প্রযুক্তি বিভাগের আধিকারিকদের যত তাড়াতাড়ি সম্ভব এই প্রকল্পের জন্য একটি পোর্টাল প্রস্তুত করার নির্দেশ দিয়েছেন।
advertisement
এই প্রকল্পের লক্ষ্য হল মহিলাদের আর্থিক সহায়তা প্রদান করে তাদের ক্ষমতায়ণ করা। এই প্রকল্প মহিলাদের তাঁধের পরিবারের মধ্যে অর্থনৈতিকভাবে স্বাধীন এবং সক্রিয় সিদ্ধান্ত গ্রহণকারী হতে সক্ষম করবে জানিয়েছে ঝাড়খণ্ড সরকার। একই সঙ্গে মহিলাদের বিভিন্ন মৌলিক চাহিদা, শিক্ষা, স্বাস্থ্য এবং পুষ্টির উন্নতিতেও সাহায্য করবে বলে জানিয়েছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 03, 2024 6:21 PM IST