Jharkhand Election Result 2019: পিছিয়ে মুখ্যমন্ত্রী রঘুবর দাস, ৩০ হাজারেরও বেশি ভোটে হারানোর হুংকার সরযূর
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
পূর্ব জামশেদপুর কেন্দ্র থেকে পিছিয়ে পড়লেন বর্তমান মুখ্যমন্ত্রী রঘুবর দাস
#জামশেদপুর: ঝাড়খণ্ডে বিধানসভা ভোটের ফলপ্রকাশ। চলছে ভোট গণনা। ৮১ আসনের বিধানসভায় ম্যাজিক ফিগার ৪১। ঝাড়খণ্ড হারানোর পথে বিজেপি। সরকার গড়ার সম্ভাবনা কংগ্রেস জোটের। পূর্ব জামশেদপুর কেন্দ্র থেকে পিছিয়ে পড়লেন বর্তমান মুখ্যমন্ত্রী রঘুবর দাস। ৬ রাউন্ডের গণনা শেষে এই কেন্দ্র থেকে এগিয়ে সরযূ রায়। ষষ্ঠ রাউন্ডের সরযূ রায়ের থেকে ৪,৬৪৩টি ভোটে পিছিয়ে রয়েছেন বর্তমান মুখ্যমন্ত্রী।
সরযূ রায় বলেন যে তিনি রঘুবর দাসকে ৩০,০০০ ভোটে হারাবেন। তিনি আরও জানিয়ে দিয়েছেন যে, 'তিনি কোনও জোটে থাকবেন না। নির্দল হিসাবেই থাকবেন।'
Saryu Rai, independent candidate from Jamshedpur East, leading against Jharkhand CM Raghubar Das says, "Lead of about 1500-2000 will continue in the coming rounds of counting. I could win by a margin of 30,000 votes". #JharkhandElection2019 pic.twitter.com/0nm5Lcjd52
— ANI (@ANI) December 23, 2019
advertisement
advertisement
প্রসঙ্গত, আগে সরযূ রায় বিজেপি মন্ত্রীসভার সদস্য ছিলেন। নির্বাচনের কিছুদিন আগে দলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে দল ছাড়েন তিনি। গত ৫ বছরে একাধিকবার মুখ্যমন্ত্রী রঘুবর দাসের বিরুদ্ধে সরব হয়েছিলেন তিনি।
এখনও পর্যন্ত কোনও আসনের ফলাফল ঘোষিত না হলেও ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনের ট্রেন্ড অনুযায়ী ক্ষমতাচ্যুত হতে চলেছে বিজেপি। বিজেপির থেকে অনেকটাই এগিয়ে কংগ্রেস-জেএমএম জোট। গণনা এখনও চলছে।
advertisement
এখনও পর্যন্ত বিজেপি এগিয়ে ২২টি আসনে। অন্যদিকে কংগ্রেস, আরজেডি এবং জেএমএম জোট এগিয়ে ৪৪ আসনে। যার মধ্যে জেএমএম ৩১, কংগ্রেস ১৪ এবং আরজেডি ৪ আসনে এগিয়ে রয়েছে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 23, 2019 4:07 PM IST