Jharkhand Election Result 2019: পিছিয়ে মুখ্যমন্ত্রী রঘুবর দাস, ৩০ হাজারেরও বেশি ভোটে হারানোর হুংকার সরযূর

Last Updated:

পূর্ব জামশেদপুর কেন্দ্র থেকে পিছিয়ে পড়লেন বর্তমান মুখ্যমন্ত্রী রঘুবর দাস

#জামশেদপুর: ঝাড়খণ্ডে বিধানসভা ভোটের ফলপ্রকাশ। চলছে ভোট গণনা। ৮১ আসনের বিধানসভায় ম্যাজিক ফিগার ৪১। ঝাড়খণ্ড হারানোর পথে বিজেপি। সরকার গড়ার সম্ভাবনা কংগ্রেস জোটের। পূর্ব জামশেদপুর কেন্দ্র থেকে পিছিয়ে পড়লেন বর্তমান মুখ্যমন্ত্রী রঘুবর দাস।‌ ৬ রাউন্ডের গণনা শেষে এই কেন্দ্র থেকে এগিয়ে সরযূ রায়। ষষ্ঠ রাউন্ডের সরযূ রায়ের থেকে ৪,৬৪৩টি ভোটে পিছিয়ে রয়েছেন বর্তমান মুখ্যমন্ত্রী।
সরযূ রায় বলেন যে তিনি রঘুবর দাসকে ৩০,০০০ ভোটে হারাবেন। তিনি আরও জানিয়ে দিয়েছেন যে, 'তিনি কোনও জোটে থাকবেন না। নির্দল হিসাবেই থাকবেন।'
advertisement
advertisement
প্রসঙ্গত, আগে সরযূ রায় বিজেপি মন্ত্রীসভার সদস্য ছিলেন। নির্বাচনের কিছুদিন আগে দলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে দল ছাড়েন তিনি। গত ৫ বছরে একাধিকবার মুখ‍্যমন্ত্রী রঘুবর দাসের বিরুদ্ধে সরব হয়েছিলেন তিনি।
এখনও পর্যন্ত কোনও আসনের ফলাফল ঘোষিত না হলেও ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনের ট্রেন্ড অনুযায়ী ক্ষমতাচ্যুত হতে চলেছে বিজেপি। বিজেপির থেকে অনেকটাই এগিয়ে কংগ্রেস-জেএমএম জোট। গণনা এখনও চলছে।
advertisement
এখনও পর্যন্ত বিজেপি এগিয়ে ২২টি আসনে। অন্যদিকে কংগ্রেস, আরজেডি এবং জেএমএম জোট এগিয়ে ৪৪ আসনে। যার মধ্যে জেএমএম ৩১, কংগ্রেস ১৪ এবং আরজেডি ৪ আসনে এগিয়ে রয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Jharkhand Election Result 2019: পিছিয়ে মুখ্যমন্ত্রী রঘুবর দাস, ৩০ হাজারেরও বেশি ভোটে হারানোর হুংকার সরযূর
Next Article
advertisement
West Bengal Weather Update: ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? বড় আপডেট দিল হাওয়া অফিস
ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? রইল বড় আপডেট
  • ভাইফোঁটার পরই আবহাওয়ায় বদলের সম্ভাবনা৷

  • বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে৷

  • আগামী সপ্তাহে উত্তরবঙ্গেও বৃষ্টি৷

VIEW MORE
advertisement
advertisement