• Home
 • »
 • News
 • »
 • national
 • »
 • ঝাড়গ্রামের চিচিড়া রাজবাড়ির পুজো আজ বারোয়ারি, ১৩৮ বছরের পুজো ঘিরে সম্প্রীতির বার্তা

ঝাড়গ্রামের চিচিড়া রাজবাড়ির পুজো আজ বারোয়ারি, ১৩৮ বছরের পুজো ঘিরে সম্প্রীতির বার্তা

রাজবাড়ির পুজোর আনাচ-কানাচে আজ সম্প্রীতির উষ্ণতা। জৌলুস হারিয়েও, অন্য বার্তা দেয় সাদামাটা গ্রাম্য পুজো।

রাজবাড়ির পুজোর আনাচ-কানাচে আজ সম্প্রীতির উষ্ণতা। জৌলুস হারিয়েও, অন্য বার্তা দেয় সাদামাটা গ্রাম্য পুজো।

রাজবাড়ির পুজোর আনাচ-কানাচে আজ সম্প্রীতির উষ্ণতা। জৌলুস হারিয়েও, অন্য বার্তা দেয় সাদামাটা গ্রাম্য পুজো।

 • Share this:

  #ঝাড়গ্রাম: রাজবাড়ির পুজো আজ বারোয়ারি। একশো আটত্রিশ বছরের পুজো ঘিরে সম্প্রীতির গল্প। করোনা আবহে, বাজেটে কাটছাঁট। জৌলুস ফিকে। ঝাড়গ্রামের চিঁচিড়া সর্বজনীনে এখন জোর প্রস্তুতি ।

  ঝাড়গ্রামের জামবনি ব্লকের চিচিড়ায় সাবেক রাজবাড়ির পুজো। একশো তিরিশ বছরের ইতিহাস জড়িয়ে পুজোয়। পুজো শুরু করেন গ্রামেরই জমিদার কালিকাপ্রসাদ প্রামাণিক। শোনা যায়, আগে সোনার দুর্গা মূর্তিতে পুজো হত। পরে তা চুরি যায়। ধীরে, ধীরে প্রতিপত্তি কমে। আর্থিক অনটনে, গ্রামবাসীদের হাতে তুলে দেওয়া হয় পুজোর ভার। সেই থেকে রাজবাড়ির পুজো চিচিড়া সর্বজনীন হিসেবেই পরিচিত। তার থেকেও বেশি পরিচিত সম্প্রীতির পুজো হিসেবে।

  সত্তর বছর ধরে ছিল প্রামাণিক পরিবারের পুজো। পরের আটষট্টি বছর ধরে জমিদারবাড়ির ঠাকুরদালানে স্থানীয়রাই পুজো চালিয়ে আসছেন। হিন্দু, মুসলিম, একসঙ্গে পুজোর আয়োজনে সামিল হন। এবারও ব্যতিক্রম নয়। করোনা আবহে, পুজো হচ্ছে। বাজেট দু লক্ষ টাকা। জৌলুস কমছে। মাস্ক, স্যানিটাইজার , মণ্ডপে ঢোকা-বেরনোর একাধিক গেট.... স্বাস্থ্যবিধি মেনে, সতর্ক গোটা গ্রাম।

  রাজবাড়ির পুজোর আনাচ-কানাচে আজ সম্প্রীতির উষ্ণতা। জৌলুস হারিয়েও, অন্য বার্তা দেয় সাদামাটা গ্রাম্য পুজো।

  Published by:Pooja Basu
  First published: