Viral| ঝাঁসিতে রাতের শুনশান পার্কে ভূতের ব্যায়ামের এই ভিডিও ভাইরাল! তদন্তে পুলিশ

Last Updated:

রাতের পার্কে একটি ওপেন জিম৷ কোনও মানুষ নেই৷ অথচ জিমের একটি মেশিন নিজে থেকেই নড়ছে৷ যেন অদৃশ্য কেউ জিম করছে৷ অশরীরী৷ প্রায় ২০ সেকেন্ড ধরে এই ঘটনাটি ঘটল৷

#ঝাঁসি: ভূতে বিশ্বাস করেন? অসুবিধা নেই৷ বহু মানুষই করেন না বিশ্বাস৷ কিন্তু পৃথিবীতে কিছু ঘটনা ঘটে, যার যুক্তি খুঁজে পাওয়া যায় না৷ বিজ্ঞানেও মেলে না উত্তর৷ তেমনই একটি ঘটনা ঘটল উত্তরপ্রদেশের ঝাঁসিতে৷ যদিও তদন্তে নেমে পুলিশ জানিয়েছে, কোনও রকম ভূতের বিষয় নেই৷ কেউ বদমাইশি করেছে৷
রাতের পার্কে একটি ওপেন জিম৷ কোনও মানুষ নেই৷ অথচ জিমের একটি মেশিন নিজে থেকেই নড়ছে৷ যেন অদৃশ্য কেউ জিম করছে৷ অশরীরী৷ প্রায় ২০ সেকেন্ড ধরে এই ঘটনাটি ঘটল৷ কাঁধের ব্যায়ামের জন্য ওই মেশিনটি৷ ফেসবুক ও হোয়াটসঅ্যাপ-এ দেদার শেয়ার হয়েছে ওই ভিডিও৷
দেখুন সেই ভিডিও:
advertisement
advertisement
শনিবার ঝাঁসি পুলিশ জানিয়েছে, কোনও রকম আধিভৌতিক কার্যকলাপ নয়৷ নন্দনপুরায় কাঁসিরাম পার্কের ঘটনা এটি৷ যে সব পুলিশ অফিসাররা ঘটনাটি দেখতে গিয়েছিলেন, তাঁরা জানান, তদন্ত করে দেখা গিয়েছে, ওই মেশিনটিতে প্রচুর পরিমাণে গ্রিস লাগানো হয়েছে৷ ফলে একবার কেউ নাড়িয়ে দিলে, বেশ খানিক্ষণ তা স্থায়ী হচ্ছে৷ খুব শীঘ্রই এর পিছনে জড়িতদের হাজতে পোরা হবে৷
বাংলা খবর/ খবর/দেশ/
Viral| ঝাঁসিতে রাতের শুনশান পার্কে ভূতের ব্যায়ামের এই ভিডিও ভাইরাল! তদন্তে পুলিশ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement