JEE Main Result 2020: পরীক্ষা শেষের ৫দিনেই ফলপ্রকাশ, রাজ্যে সম্ভাব্য প্রথম শ্রীমন্তী দে

Last Updated:

JEE Main Result 2020: পরীক্ষার ফলপ্রকাশ করল NTA, ১০০ পারসেন্টাইল পেলেন ২৪ পড়ুয়া

JEE Mains Results 2020 Declared: পরীক্ষা শেষ হওয়ার ৫ দিনের মাথায়, গতকাল, ১১ সেপ্টেম্বর প্রকাশিত হল জয়েন্ট এনট্রান্স এগজামিনেশন মেইন (JEE) এর রেজাল্ট। শুক্রবার মাঝরাতে JEE Main 2020-র ফল প্রকাশ করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা NTA। অফিসিয়াল ওয়েবসাইট jeemain.nta.nic.in. এ গিয়ে পরীক্ষার ফল জানা যাচ্ছে। ১০০ পারসেন্টাইল স্কোর করেছেন ২৪ পড়ুয়া। তারমধ্যে ৮জনই তেলঙ্গানার পড়ুয়া। জেইই-মেইনে রাজ্যে সম্ভাব্য প্রথম ডিপিএস রুবি পার্কের ছাত্রী শ্রীমন্তী দে। ৯৯.৯৯ পারসেন্টাইল পেয়ে রাজ্যে সম্ভাব্য প্রথম শ্রীমন্তী।
এই পরীক্ষার ভিত্তিতে ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচার এবং প্ল্যানিং প্রোগ্রামের আন্ডারগ্র্যাজুয়েট স্তরে ভর্তি হতে পারবেন ছাত্র-ছাত্রীরা। ১ থেকে ৬ সেপ্টেম্বরের মধ্যে এই পরীক্ষা নেওয়া হয়েছিল। সরকারি হিসেব অনুযায়ী, এই পরীক্ষার জন্য নাম নথিভুক্ত করেছিলেন ৮.৫৮ লক্ষ পরিক্ষার্থীরা। কিন্তু করোনা অতিমারীর কারণে ৬.৩৫ লক্ষ ছাত্রছাত্রীরা পরীক্ষা দেন। মোট নাম নথিভুক্ত যতজনের করা হয়েছিল, তার মধ্যে ৭৫% পরীক্ষায় বসেন। ন্যাশনাল টেস্টিং এজেন্সিও দেওয়া তথ্য অনুযায়ী এ রাজ্য অর্থাৎ পশ্চিমবঙ্গ থেকে এ বছর JEE MAIN পরীক্ষার্থী ছিলেন ৩৭,৯৭৩ জন যা গতবারের তুলনায় ২০০০পরীক্ষার্থী বেশি। মোট ৬৬০ টি পরীক্ষার কেন্দ্রে পরীক্ষা নেওয়া হয় ৷
advertisement
advertisement
JEE Main পরীক্ষা বছরে দু’বার করে নেওয়া হয়। এই বছর জানুয়ারি মাসে প্রথম পরীক্ষাটি হয়ে গিয়েছে। দ্বিতীয় পরীক্ষাটি প্রথমে এপ্রিল মাসে হওয়ার কথা ছিল। মহামারীর কারণে তা পিছিয়ে সেপ্টেম্বরে নেওয়ার কথা ভাবে কেন্দ্র ৷ প্রচুর আইনি লড়াইয়ের পর সুপ্রিম কোর্টের রায়ে সেপ্টেম্বরেই পরীক্ষার সিদ্ধান্ত চুড়ান্ত হয় ৷
advertisement
JEE Main- এর রেজাল্ট বেরনোর পর প্রয়োজনীয় কাটঅফ নম্বর পেয়ে যারা পাশ করবেন, তাঁরা আইআইটি, এনআইটি এবং জিএফটিআই-তে ভর্তির জন্য JoSSA কাউন্সেলিং-এ বসার আবেদন করতে পারবেন। JEE Main-এর মেধাতালিকা অনুযায়ী প্রথম ২,৫০,০০০ জন ছাত্রছাত্রী আইআইটিতে ভর্তির প্রবেশিকা JEE Advanced 2020-তে বসতে পারবেন ৷ এই পরীক্ষার রেজাল্টের ভিত্তিতেই ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচারের আন্ডার গ্র্যাজুয়েট কোর্সে ভর্তি হতে পারবেন পড়ুয়ারা ৷
advertisement
কীভাবে দেখবেন রেজাল্ট করবেন-
- jeemain.nta.nic.in ওয়েবসাইটে ওপেন করুন ।
- হোমপেজে JEE Main April/ September’ Result 2020 লেখা লিঙ্কে ক্লিক করুন
- লগ-ইন পেজ আসবে
- সেখানে আপনার ডিটেইলস ইনপুট করুন
- স্কোরকার্ড চলে আসবে স্ক্রিনে
- ডাউনলোড করে সেভ করে রাখুন ভবিষ্যতের জন্য
গত বছর, উভয় অধিবেশনেই অংশ নেওয়া ১১.৪ লক্ষ পরীক্ষার্থীর মধ্যে মোট ২৪ জন প্রার্থী ১০০% নম্বর পেয়েছিলেন।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
JEE Main Result 2020: পরীক্ষা শেষের ৫দিনেই ফলপ্রকাশ, রাজ্যে সম্ভাব্য প্রথম শ্রীমন্তী দে
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement