জয়েন্ট এন্ট্রান্সের সঙ্গে একই দিনে লোকসভা ভোট ! পরীক্ষা কি পিছিয়ে দেওয়া হবে ? অনিশ্চিয়তা চরমে

Last Updated:
#নয়াদিল্লি: সারা দেশের ৫৪৩টি আসনে লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করছে নির্বাচন কমিশন। ভোট শুরু হবে ১১ এপ্রিল থেকে। মোট সাতটি দফায় হবে ভোটগ্রহণ। ভোটগণনা ২৩ মে। গতকাল, রবিবার বিজ্ঞান ভবনে সাংবাদিক বৈঠকে এমনটাই ঘোষনা করেন মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা। শেষ দফার নির্বাচন হবে ১৯ মে। ওই পর্বে এ রাজ্যেরও বেশ কয়েকটি কেন্দ্রে ভোট হবে। ভোট ঘোষণার পর এই ১৯ মে তারিখটিকে নিয়েই তৈরি হয়েছে জটিলতা। কারণ পূর্বনির্ধারিত সূচি অনুসারে ওই দিনই ২০১৯-এর জেইই অ্যাডভান্সড প্রবেশিকা পরীক্ষা হওয়ার কথা।
জেইই অ্যাডভান্সড প্রবেশিকা পরীক্ষা নেওয়া হয় দেশের সেরা ইঞ্জিনিয়ারিং পড়াশোনার প্রতিষ্ঠান ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজিতে ভর্তির জন্য। কিন্তু ওই দিন দেশের আটটি রাজ্যের মোট ৫৯টি আসনে চলবে ভোটগ্রহণ। তাই পরীক্ষা গ্রহণ নিয়ে তৈরি হয়েছে জটিলতা। এই বছর জেইই অ্যাডভান্সড পরীক্ষার দায়িত্বে রয়েছে আইআইটি রুরকি। তাদের তরফেও এই বিষয়ে এখনও পর্যন্ত কোনও কিছু জানানো হয়নি। কিন্তু নির্বাচনের দিনে পরীক্ষা থাকলে অসুবিধায় পড়তে পারেন পরীক্ষার্থীরা। তাই মনে করা হচ্ছে, পিছিয়ে দেওয়া হতে পারে জেইই অ্যাডভান্সড প্রবেশিকা পরীক্ষার দিন।
বাংলা খবর/ খবর/দেশ/
জয়েন্ট এন্ট্রান্সের সঙ্গে একই দিনে লোকসভা ভোট ! পরীক্ষা কি পিছিয়ে দেওয়া হবে ? অনিশ্চিয়তা চরমে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement