চিন্নামা থেকে ‘আম্মার’ চেয়ারে শশীকলা নটরাজন
Last Updated:
AIADMK শীর্ষপদে বসলেন শশীকলা ৷ বৃহস্পতিবার দলের সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয় ৷
#চেন্নাই: AIADMK শীর্ষপদে বসলেন শশীকলা ৷ বৃহস্পতিবার দলের সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয় ৷ AIADMK সাধারণ সভায় ১৪ টি প্রস্তাব গৃহীত হল ৷ প্রয়াত জয়ললিতাকে নোবেল, ভারতরত্ন, ম্যাগসাইসাই যাবতীয় সম্মান দেওয়ার প্রস্তাব ৷ জয়ললিতার জন্মদিন হবে জাতীয় কৃষক দিবস ৷ একইসঙ্গে দলীয় একগুচ্ছ প্রস্তাব গ্রহণ করা হয় সাধারণ সভায় ৷ আপাত্ত পার্টির সাধারণ সম্পাদকের পদে তাকে নির্বাচিত করা হল ৷
জয়ললিতার মৃত্যুর পর দলের পক্ষে থেকে ঘোষণা করা হয় আম্মার উত্তরাধিকার হবেন শশীকলা ৷ এতদিন পর্যন্ত দলে জয়ললতির ছোট বোন ‘চিন্নামা’ হিসেবে তার পরিচয় ছিল ৷ এবার চিন্নামা থেকে ‘আম্মার’ চেয়ারে শশীকলা নটরাজন ৷ AIADMK প্রধান পদে নির্বাচন করার কথা রয়েছে ৷
দীর্ঘদিন হাসপাতালে থাকার পর ৫ ডিসেম্বরের রাতে প্রয়াত হন আম্মা। তারপর ধরেই আম্মার দীর্ঘ ছায়ার সঙ্গে লড়তেহচ্ছে এআইএডিএমকে, নতুন মুখ্যমন্ত্রী, রাজ্যবাসীকেও।
advertisement
advertisement
এর আগে বুধবার AIADMK অফিসের বাইরে শশীকলা পুষ্পার আইনজীবির উপর হামলা চালায় দলের কর্মীরা ৷ এরপর বৃহস্পতিবার শশীকলা পুষ্পার স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ ৷ নির্বাচনের প্রাক্কালেই গ্রেফতার করা হল বিক্ষুব্ধ শশীকলার স্বামী ৷ গতকালই নির্বাচনে মনোনয়ন জমা দিতে যান পুষ্পার স্বামী ৷ তা নিয়ে AIADMK সদর দফতরে ব্যাপক বিশৃঙ্খলা হয় ৷ ‘আমার স্বামী নিখোঁজ’ বলে দাবি শশীকলা পুষ্পার ৷ আজ শশীকলার স্বামীকে গ্রেফতার করা হয় ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 29, 2016 10:54 AM IST