Jawaan: শাহরুখ 'সিনেমা গড', 'কন্ট্রোভার্সি ক্যুইন' কঙ্গনাও কিং খানের 'ফ্যান' না হয়ে পারলেন না
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
ছবিতে বিক্রম এবং আজাদের চরিত্রে অভিনয় করেছেন শাহরুখ। চিত্রনাট্যের প্রয়োজনে কখনও কেশহীন অবস্থায়, কখনও বয়স্কের সাজে ধরা দিয়েছেন। কখনও বাদশার সঙ্গে জুটি বেঁধেছেন নয়নতারা, কখনও বা দীপিকা।
মুম্বই: আবার রেকর্ড, আবার মাইলস্টোন! আবার নয়া ইতিহাস লিখলেন কিং খান! ‘পাঠান’- এর পর এবার ‘জওয়ান’! ‘পাঠান’-এর প্রায় আট মাস পর ফের বড় পর্দায় বাদশা! আবার ধুন্ধুমার অ্যাকশন ঘরানার এক ছবি। আবার কিং খান-এর ক্যারিজমা! এই আট-টা মাস শাহরুখ-কে আবার দেখার জন প্রহর গুনেছেন ফ্যানেরা! অবশেষে এসেছে সেই দিন। ৭ সেপ্টেম্বর! মুক্তি পেয়েছে অ্যাটলি পরিচালিত শাহরুখের প্রথম প্যান ইন্ডিয়ান ছবি ‘জওয়ান’। মুক্তির আগে অগ্রিম টিকিট বুকিংয়ের সময়েই বোঝা গিয়েছিল, প্রথম দিন-ই প্রেক্ষাগৃহে উপচে পড়তে চলেছে দর্শকের ভিড়। হয়েছেও তাই। কাকভোরেও হল হাউজফুল! যখন আসমুদ্র হিমাচল শাহরুখের যাদুতে বিভোর, তখন বাদ গেলেন না বলিউডের কন্ট্রোভার্সি কুইন কঙ্গনা রানাওয়াত-ও। যে কঙ্গনা বলিউডের সিংহভাগের মধ্যেই ত্রুটি খুঁজে পান, সেই কঙ্গনা-ই এদিন ইনস্টাগ্রামে শাহরুখকে বললেন, ‘সিনেমা গড’! সঙ্গে এও বললেন, তিনি শাহরুখের পরিশ্রমকে শ্রদ্ধা করেন।
হিন্দি ভাষার পাশাপাশি তামিল এবং তেলুগু ভাষায় মুক্তি পেল শাহরুখের ‘জওয়ান’। এই ছবির হাত ধরেই বলিউডে পা রাখলেন তামিল পরিচালক অ্যাটলি। রয়েছেন দক্ষিণী অভিনেত্রী নয়নতারা এবং তামিল অভিনেতা বিজয় সেতুপতি। ক্যামিও চরিত্রে রয়েছেন বলি অভিনেত্রী দীপিকা পাড়ুকোান। অ্যাকশনে সিদ্ধার্থ আনন্দের ‘পাঠান’-এর থেকেও বহু ধাপ এগিয়ে ‘জওয়ান’ । JAW
advertisement
শাহরুখকে ছাপিয়ে গেলেন শাহরুখ নিজেই। ‘পাঠান’কে মাত করে মুক্তির প্রথম দিনেই নতুন রেকর্ড গড়বে ‘জওয়ান’। বক্স অফিসের সমস্ত রেকর্ড তছনছ করে মুক্তির প্রথম দিনেই হিন্দি ছবি হিসেবে সবচেয়ে বেশি আয় করতে চলেছে ‘জওয়ান’। ‘পাঠান’-এর প্রথম দিনের আয় ছিল ৫৭ কোটি টাকা। আজ বিকেল ৫ টার মধ্যেই প্রায় ৬৭ কোটি আয় করে ফেলেছে ‘জওয়ান’৷ ‘জওয়ান’-এর কালেকশন দেখে সিনেমাবিদদের ধারণা, এই ছবির প্রথম দিনের আয় হতে চলেছে প্রায় ৭৩ কোটি টাকা।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 07, 2023 8:48 PM IST