অগ্নিগর্ভ হরিয়ানা, বাতিল ৫৫০টি ট্রেন ও বাস
Last Updated:
জাঠ সংরক্ষণ নিয়ে অগ্নিগর্ভ হরিয়ানা ৷ আন্দোলন ছড়িয়ে পড়েছে ১১টি জেলায় ৷ বিপর্যস্ত সমগ্র রাজ্যের জীবনযাত্রা, স্তব্ধ পরিবহণ ৷ আন্দোলনের জেরে বাতিল করা হয়েছে ১৫০ টিরও বেশি ট্রেন ৷ একাধিক জেলায় বন্ধ বাস চলাচল ৷ ওবিসি ক্যাটেগরিতে জাঠদের অন্তর্ভুক্তির দাবিতে ১০ নম্বর জাতীয় সড়ক আটকে চলছে অবরোধ ৷ গুঁরগাওয়ের বেশ কিছু গুরুত্বপূর্ণ রাস্তা এবং জাতীয় সড়ক আন্দোলনকারীরা অবরুদ্ধ করে রেখেছে ৷
#চণ্ডীগড়: জাঠ সংরক্ষণ নিয়ে অগ্নিগর্ভ হরিয়ানা ৷ আন্দোলন ছড়িয়ে পড়েছে ১১টি জেলায় ৷ বিপর্যস্ত সমগ্র রাজ্যের জীবনযাত্রা, স্তব্ধ পরিবহণ ৷ আন্দোলনের জেরে ৫৫০ টিরও বেশি ট্রেনের রুট পরিবর্তন করা হয়েছে অথবা বাতিল করা হয়েছে ৷ একাধিক জেলায় বন্ধ বাস চলাচল ৷ ওবিসি ক্যাটেগরিতে জাঠদের অন্তর্ভুক্তির দাবিতে ১০ নম্বর জাতীয় সড়ক আটকে চলছে অবরোধ ৷ গুঁরগাওয়ের বেশ কিছু গুরুত্বপূর্ণ রাস্তা এবং জাতীয় সড়ক আন্দোলনকারীরা অবরুদ্ধ করে রেখেছে ৷
হরিয়ানার সফিদোঁ এলাকায় ভয়ঙ্কর রূপ নিয়েছে জাঠ আন্দোলন ৷ ভোর চারটে নাগাদ আগুন লাগিয়ে দেওয়া হয় সফিদোঁ এলাকার রেলস্টেশনে ৷ পুড়ে ছাই হয়ে যায় স্টেশনের আসবাব, টিকিট, রেকর্ড বুক ৷ আন্দোলনকারীরা যাত্রী বোঝাই একটি গাড়িতেও আগুন ধরিয়ে দেয় ৷ কোনওক্রমে পালিয়ে প্রাণে বাঁচেন যাত্রীরা ৷ পরিস্থিতির কারণে সোনিপতে বাস চলাচল বন্ধ রেখেছে হরিয়ানা পরিবহন দফতর ৷ অশান্ত পরিস্থিতি এড়াতে বাসস্ট্যান্ডগুলির মেন গেট তালাবন্ধ করে রাখা হয়েছে ৷ শুধুমাত্র আম্বালাতেই বাতিল করা হয়েছে প্রায় ৮৭টি ট্রেন ৷ অবরোধের জেরে মাঝরাস্তায় থমকে আরও ১৩টি ট্রেন ৷ ট্রেন বাতিলের জেরে চুড়ান্ত দুর্ভোগে যাত্রীরা ৷ হরিয়ানার ৬ টি জাতীয় সড়ক ছাড়াও অধিকাংশ রাজ্য সড়কেই চলছে অবরোধ ৷ সোনিপথে ১ নং জাতীয় সড়ক অবরুদ্ধ ৷ দিল্লি-আম্বালা-চণ্ডীগড় জাতীয় সড়ক বন্ধ থাকায় পঞ্জাব, হিমাচল ও জম্মু-কাশ্মীরের সঙ্গে দিল্লির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হরিয়ানার রোহতক, ঝাঁঝর ও ভিওয়ানি এলাকায় জারি করা হয়েছে কার্ফু ৷ যে এলাকাগুলিতে বিক্ষোভ চলছে, সেখানে ইন্টারনেট এবং মোবাইল এসএমএস পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন ৷
advertisement
হরিয়ানার ডিজিপি ওয়াইপি সিংহল জানিয়েছেন, হরিয়ানাজুড়ে বিক্ষোভ থামানোর জন্য ১৩ কলাম সেনা, ১০ আধাসামরিক বাহিনী নামানো হয়েছে ৷ সারা রাজ্য জুড়ে উত্তপ্ত, অশান্ত পরিস্থিতির দিকে নজর রেখে সরকার ২২ ফেব্রুয়ারি অবধি সমস্ত স্কুল, কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ৷
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 20, 2016 1:45 PM IST