Janmashtami celebrated in Srinagar: বত্রিশ বছরে এই প্রথমবার, ধুমধাম করে জন্মাষ্টমী উদযাপন শ্রীনগরে! লাল চকে শোভাযাত্রা

Last Updated:

শোভাযাত্রায় রীতিমতো রথ সাজিয়ে বের করেন কৃষ্ণ ভক্তরা৷ রথের পাশে পাশে পুরুষ, মহিলা এবং শিশুদের নাচ করতেও দেখা যায় (Janmashtami celebrated in Srinagar)৷

#শ্রীনগর: বত্রিশ বছরে এই প্রথম বার৷ শ্রীনগরে ধুমধাম করে পালিত হল জন্মাষ্টমী৷ রীতিমতো শোভাযাত্রা বের করে শ্রীকৃষ্ণের জন্মদিন পালন করলেন ভক্তরা৷
কড়া নিরাপত্তার মধ্যেই এ দিন শ্রীনগরের গণপতয়ার মন্দির থেকে জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা বের হয়৷ শ্রীনগরের হাব্বা কডল এলাকা থেকে শুরু করে ক্রাল্কহুদ, বারবারশাহ হয়ে শহরের প্রাণকেন্দ্র লাল চকের ঐতিহাসিক ঘড়ি মিনারের পর্যন্ত যায় শোভাযাত্রা৷ এর পর জাহাঙ্গির চক হয়ে মন্দিরে ফিরে এসে শেষ হয় শোভাযাত্রা৷ গত ৩২ বছরে এই প্রথমবার শ্রীনগরে জন্মাষ্টমীতে শোভাযাত্রা বেরোল৷
advertisement
advertisement
advertisement
শোভাযাত্রায় রীতিমতো রথ সাজিয়ে বের করেন কৃষ্ণ ভক্তরা৷ রথের পাশে পাশে পুরুষ, মহিলা এবং শিশুদের নাচ করতেও দেখা যায়৷ স্থানীয় বাসিন্দাদের মদ্যে মিষ্টিও বিতরণ করা হয়৷
advertisement
শৌর্য ডোভাল নামে এক স্থানীয় বিজেপি নেতা ট্যুইট করে দাবি করেন, ১৯৯২ সালে শেষ বার শ্রীনগরের এই একই জায়গায় জন্মাষ্টমী উদযাপন করা হয়েছিল৷ ওই বিজেপি নেতা ট্যুইটারে লেখেন, 'আজকে হিন্দু সম্প্রদায়ের মানুষ আবার শ্রীনগরের একই জায়গায় নিজেদের ধর্মীয় বিশ্বাস অনুযায়ী শোভাযাত্রা বের করতে পারছেন৷ এটা শুধুমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে সম্ভব হয়েছে৷'
advertisement
করোনা অতিমারির জন্য ২০২০ সালে শোভাযাত্রা বের করা সম্ভব হয়নি৷ তার আগের বছর জম্মু কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহারের পর শ্রীনগরে পরিবেশ উত্তপ্ত হয়ে থাকার কারণে কঠোর বিধিনিষেধ জারি করা ছিল৷ সেই কারণে ২০১৯ সালেও শোভাযাত্রা বের করা সম্ভব হয়নি৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Janmashtami celebrated in Srinagar: বত্রিশ বছরে এই প্রথমবার, ধুমধাম করে জন্মাষ্টমী উদযাপন শ্রীনগরে! লাল চকে শোভাযাত্রা
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement