লোকসভা নির্বাচনের আগে শক্তিশালী হল এনডিএ, অস্তিত্ব রক্ষায় বিজেপি-র হাত ধরল জেডিএস

Last Updated:

অমিত শাহের সঙ্গে কুমারস্বামীর বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপি সভাপতি জে পি নাড্ডা এবং গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত৷

অমিত শাহ, জে পি নাড্ডার সঙ্গে এইচ ডি কুমারস্বামী৷
অমিত শাহ, জে পি নাড্ডার সঙ্গে এইচ ডি কুমারস্বামী৷
দিল্লি: লোকসভা নির্বাচনের আগে শক্তি বৃদ্ধি করছিল বিরোধী ইন্ডিয়া জোট৷ এবার পাল্টা নিজেদের শক্তি বাড়িয়ে নিল বিজেপি-র নেতৃত্বাধীন এনডিএ৷ শুক্রবার এনডিএ জোটে যোগ দিল এইচ ডি কুমারস্বামীর দল জমতা দল (সেকিউলার) বা জেডিএস৷
শুক্রবার দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করেন জেডিএস নেতা এইচ ডি কুমারস্বামী৷ এর পরেই জেডিএস -এর এনডিএ শিবিরে যোগদানের সরকারি ঘোষণা করা হয়৷ কয়েক মাস আগে কর্ণাটকে বিধানসভা নির্বাচনে ক্ষমতা হারানোর পর দক্ষিণ ভারতের এই রাজ্যকে নিয়ে চিন্তা বেড়েছিল বিজেপি-র৷ জেডিএস-কে সঙ্গে নিয়ে লোকসভা নির্বাচনে নতুন উদ্যমে কর্ণাটকে ঝাঁপানোর চেষ্টা করবে গেরুয়া শিবির৷
advertisement
advertisement
অমিত শাহের সঙ্গে দেখা করার পর কুমারস্বামী বলেন, কাবেরী নদীর জল বণ্টন সংক্রান্ত বিবাদ নিয়ে তাঁর সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কথা হয়েছে৷ পাশাপাশি, লোকসভা নির্বাচনে আসন সমঝোতা নিয়েও তাঁদের আলোচনা হয়েছে৷ কুমারস্বামী বলেন, এটা একেবারেই প্রাথমিক আলোচনা৷ ভবিষ্যতে সবরকম সংশয় দূর করতে আরও আলোচনা হবে৷ আমাদের লক্ষ্য কর্ণাটকের ২৮টি আসনেই জয়লাভ করা৷
advertisement
অমিত শাহের সঙ্গে কুমারস্বামীর বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপি সভাপতি জে পি নাড্ডা এবং গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত৷ বৈঠক শেষে জে পি নাড্ডা সোশ্যাল মাধ্যম এক্স-এ লেখেন, আমি খুবই আনন্দিত যে জেডিএস এনডিএ জোটে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে৷ তাদের আন্তরিক ভাবে স্বাগত জানাই৷
কর্ণাটকে গত বিধানসভা নির্বাচনে কংগ্রেসের বিপুল জয়ের অন্যতম কারণই ছিল জেডিএস-এর বিপর্যয়৷ মোট ১৩৯টি আসনে জেডিএস প্রার্থীদের জমানত বাজেয়াপ্ত হয়েছিল৷ ২০১৮ সালের তুলনায় জেডিএস-এর ভোট প্রায় ১৫ লক্ষ কমে গিয়েছিল৷ ফলে লোকসভা নির্বাচনে বিজেপি-র হাত ধরে ঘুরে দাঁড়াতে মরিয়া কুমারস্বামীর দল৷ বলা ভাল, ২০২৪-এর লোকসভা ভোট জেডিএস-এর অস্তিত্ব রক্ষার লড়াই৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
লোকসভা নির্বাচনের আগে শক্তিশালী হল এনডিএ, অস্তিত্ব রক্ষায় বিজেপি-র হাত ধরল জেডিএস
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement