Jammu Kashmir: জম্মু-কাশ্মীরের স্টেটহুডের দাবিতে মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার পাশে তৃণমূল!
- Published by:Salmali Das
- news18 bangla
- Reported by:Maitreyee Bhattacharjee
Last Updated:
Jammu Kashmir: জম্মু-কাশ্মীরের স্টেটহুডের দাবিতে সেখানকার মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার পাশে তৃণমূল!! শ্রীনগরে দাঁড়িয়ে সে কথা জানাল তৃণমূল প্রতিনিধি দল। গতকালই শ্রীনগর পৌঁছেছে তৃণমূলের প্রতিনিধি দল।
নয়াদিল্লিঃ জম্মু-কাশ্মীরের স্টেটহুডের দাবিতে সেখানকার মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার পাশে তৃণমূল! শ্রীনগরে দাঁড়িয়ে সে কথা জানাল তৃণমূল প্রতিনিধি দল। গতকালই শ্রীনগর পৌঁছেছে তৃণমূলের প্রতিনিধি দল। গতকাল সন্ধ্যায় ওমর আবদুল্লার সঙ্গে দেখা করেন তাঁরা। বৈঠকের পর তৃণমূল সাংসদ সাগরিকা ঘোষ জানান, ‘ওমর আবদুল্লা আমাদের বর্তমান পরিস্থিতি সম্পর্কে অবহিত করেছেন। আমরা মনে করি, টেররিজমকে ঠেকাতে রাজ্যকে আরও সশক্ত করা প্রয়োজন। জম্মু-কাশ্মীরের স্টেটহুড ফেরানোর যে দাবি রয়েছে, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস তার পক্ষে রয়েছে।’
আরও পড়ুনঃ গভীর রাতের অন্ধকারে গঙ্গাসাগরের আকাশে রহস্যজনক আলো, শোড়গোল গোটা এলাকায়
প্রসঙ্গত, পাহেলগাঁও এবং অপারেশন সিন্দুর পরবর্তী জম্মু কাশ্মীরের পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে সেখানে পৌছেছেন তৃণমূল কংগ্রেসের পাঁচ সদস্যের প্রতিনিধি দল। বুধবার সন্ধ্যায় বিপদের মুখে পড়া দিল্লি থেকে শ্রীনগরগামী ওই বিমানটিতে তৃণমূল কংগ্রেসের পাঁচ সাংসদও ছিলেন৷ ভারত-পাক সাম্প্রতিক সংঘাতের পর জম্মু কাশ্মীরের সীমান্তবর্তী গ্রামগুলির পরিস্থিতি খতিয়ে দেখতে বুধবারই শ্রীনগর পৌঁছনোর কথা ছিল তৃণমূল কংগ্রেসের ওই প্রতিনিধি দলের৷ ঘটনাচক্রে ইন্ডিগো-র ওই বিমানেই দিল্লি থেকে শ্রীনগরের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন পাঁচ তৃণমূল সাংসদ৷
advertisement
advertisement
বিমানের বাকি যাত্রীদের মতো আতঙ্ক গ্রাস করেছিল তাঁদেরকেও৷ শেষ পর্যন্ত ভাল ভালয় শ্রীনগর পৌঁছে বিমানের পাইলটকে ধন্যবাদ জানান তৃণমূলের ওই প্রতিনিধি দলের সদস্যরা৷ যে পাঁচ তৃণমূল সাংসদ ওই প্রতিনিধি দলে ছিলেন তাঁরা হলেন ডেরেক ও ব্রায়েন, মানস ভুঁইয়া, সাগরিকা ঘোষ, মমতাবালা ঠাকুর এবং নাদিমুল হক৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 22, 2025 10:11 AM IST