Jammu Kashmir terror attack: শরীর ঝাঁঝরা করে দিয়েছে জঙ্গিদের গুলি, তীর্থযাত্রীদের বাঁচাতে শেষ চেষ্টা করেছিলেন জম্মু কাশ্মীরের বাসচালক
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
শেষ পর্যন্ত অবশ্য আর বাসের নিয়ন্ত্রণ রাখতে পারেননি জম্মু কাশ্মীরের রেয়াসি জেলায় জঙ্গি হামলার কবলে পড়া তীর্থযাত্রী বোঝাই ওই বাসটির চালক৷
জম্মু: শরীর ঝাঁঝরা করে দিয়েছে জঙ্গিদের গুলি৷ তবু বাস থামাননি তিনি৷ চেষ্টা করেছিলেন কোনওক্রমে বাসটি চালিয়ে নিরাপদ কোনও জায়গায় পৌঁছে দেওয়ার৷ যাতে যাত্রীদের অন্তত প্রাণ রক্ষা করা যায়৷
শেষ পর্যন্ত অবশ্য আর বাসের নিয়ন্ত্রণ রাখতে পারেননি জম্মু কাশ্মীরের রেয়াসি জেলায় জঙ্গি হামলার কবলে পড়া তীর্থযাত্রী বোঝাই ওই বাসটির চালক৷ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে গিয়ে পড়ে ওই বাসটি৷ জঙ্গি হামলার এই ঘটনায় মৃত্যু হয়েছে মোট ১০ জনের৷ তাঁদের মধ্যে রয়েছেন বাসটির চালক দাসানু রাজবাগ এবং বাসটির কন্ডাক্টরও৷ জানা গিয়েছে তীর্থ বোঝাই বাসটি কাটরার বৈষ্ণোদেবী মন্দিরের দিকে যাচ্ছিল৷ সেই সময় পোনি এলাকার টেরিয়াথ গ্রামে বাসটি লক্ষ্য করে বেপরোয়া গুলি চালাতে শুরু করে জঙ্গিরা৷
advertisement
advertisement
এই ঘটনার পরই জম্মু কাশ্মীরের নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে৷ হামলাকারী জঙ্গিদের তল্লাশিও শুরু হয়েছে৷ ঘটনাস্থলে পৌঁছেছে জাতীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরাও৷ ড্রোন উড়িয়েও জঙ্গিদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি৷
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, চালক গুলিবিদ্ধ হওয়ার কারণেই বাসটি নিয়ন্ত্রণ হারায়৷ মনে করা হচ্ছে, গুলি লাগার পরেও যে কোনও ভাবে বাসটি চালিয়ে কিছু দূর নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন দাসানু রাজবাগ৷ কিন্তু তাঁর সেই চেষ্টা সফল হয়নি৷
advertisement
ঘটনার পরই দ্রুত উদ্ধারকাজ শুরু করে পুলিশ এবং নিরাপত্তাবাহিনী৷ উদ্ধারকাজ শেষ হলেও সব মৃতদের পরিচয় এখনও পাওয়া যায়নি৷ পরিস্থিতির উপরে নজর রাখার জন্য জম্মু কাশ্মীরের উপরাজ্যপালকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ এক্স হ্যান্ডেলে পোস্ট করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও জানিয়েছেন, যাঁরা এই হামলা চালিয়েছে তাদের কাউকে ছাড়া হবে না৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 10, 2024 11:32 AM IST