নাশকতার আশঙ্কায় স্তব্ধ কাশ্মীর, স্থানীয় বাসিন্দাদের শান্তি বজায় রাখার আর্জি রাজ্যপালের

Last Updated:

কেন্দ্রের বিরুদ্ধে আতঙ্ক ছড়ানোর অভিযোগ তুলেছে কংগ্রেস সহ বিরোধীপক্ষ । পাশাপাশি সংবিধানের ৩৫এ ধারা ও ৩৭০ ধারা অপসারণ নিয়েও জল্পনা তুঙ্গে; যদিও রাজ্যপাল সত্য পাল মালিক জানিয়েছেন এই জল্পনা সত্য নয়

#শ্রীনগর: সন্ত্রাস হামলার আশঙ্কা, অমরনাথ তীর্থযাত্রীদের ফেরত আসা-জম্মু-কাশ্মীরের পরিবেশ এখন সার্বিকভাবেই উত্তপ্ত । রাজ্যে অতিরিক্ত সেনা মোতায়েন করেছে কেন্দ্র । গত সপ্তাহেই ১০০ অতিরিক্ত আধা সেনা মোতায়েনের নির্দেশ দিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
পর্যটকদের মধ্যেও কাশ্মীর ছাড়ার হিরিক পড়ে গিয়েছে । আজই শ্রীনগর বিমানবন্দর থেকে ফিরে গিয়েছেন ৬,২১৬ পর্যটক। কেন্দ্রের বিরুদ্ধে আতঙ্ক ছড়ানোর অভিযোগ তুলেছে কংগ্রেস সহ বিরোধীপক্ষ । পাশাপাশি সংবিধানের ৩৫এ ধারা ও ৩৭০ ধারা অপসারণ নিয়েও জল্পনা তুঙ্গে; যদিও রাজ্যপাল সত্য পাল মালিক জানিয়েছেন এই জল্পনা সত্য নয় । রাজ্যবাসীকে শান্ত থাকার আর্জি জানিয়েছেন রাজ্যপাল।
advertisement
মালিকের সঙ্গে দেখা করেছেন জম্মু-কাশ্মীর জাতীয় কনফারেন্সের ভাইস প্রেসিডেন্ট ওমর আবদুল্লা । অমরনাথ যাত্রা নিয়ে দু'জনের মধ্যে আলোচনা হয়েছে । আবদুল্লাকেও আশ্বস্ত করে মালিক জানিয়েছেন সংবিধানের বিশেষ ধারা প্রত্যাহার করা হবে না । তবে সবকিছুর মধ্যেই জম্মু-কাশ্মীরের পরিস্থিতি এই মুহূর্তে গুরুতর ।
advertisement
বাংলা খবর/ খবর/দেশ/
নাশকতার আশঙ্কায় স্তব্ধ কাশ্মীর, স্থানীয় বাসিন্দাদের শান্তি বজায় রাখার আর্জি রাজ্যপালের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement