সাত মাসের অপেক্ষার অবসান, ফারুক আবদুল্লাহকে মুক্তি দিচ্ছে জম্মু কাশ্মীর প্রশাসন

Last Updated:

জনসুপরক্ষা আইনে যে কাউকেই বিনা বিচারে তিন মাস বন্দি রাখা যায়৷ ওমর আবদুল্লাহ সেই বন্দিত্ব থেকেই মুক্তি পেতে চলেছেন৷

#জম্মু ও কাশ্মীরঃ  সাত মাসের অপেক্ষার অবসান৷ অবশেষে জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহকে মুক্তি দিচ্ছে জম্মু কাশ্মীর প্রশাসন৷ শুক্রবার এমনই নির্দেশিকা দিয়েছে জম্মু কাশ্মীরের স্বরাষ্ট্র দফতর৷
জম্মু কাশ্মীরে ৩৭০ ধারা রদের সময় গোটা উপত্যকা থেকেই বহু রাজনৈতি নেতাকে তুলে নেওয়া হয়৷ সেই তালিকায় ছিলেন পি়ডিপি নেতা ফারুক আবদুল্লা, মেহবুবা মুফতি, ওমর আবদুল্লাহরাও৷ ২০১৯ সালের ৫ অগস্ট তাঁদের আটক করা হয়৷ ডিসেম্বরে ফারুক আবদুল্লাহর নজরবন্দি থাকার মেয়াদ আরও বাড়িয়ে দেওয়া হয়৷
কংগ্রেস, তৃণমূল, এনসিপির মতো বিরোধী দলগুলি জনসুরক্ষা আইনে কাশ্মীরের রাজনৈতিক নেতাদের বন্দি করা নিয়ে বার বার মুখ খুলেছে৷ তিন প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বন্দি করে রাখা স্বাধীনতার ওপর হস্তক্ষেপ এই মর্মে যৌথ বিবৃতিও দেয় রাজনৈতিক দলগুলি৷ সেখানে বলা হয়, জনসুরক্ষা লঙ্ঘিত হবে এমন কোনও কাজ এই নেতারা অতীতে করেননি৷ এমনকি জাতীয় সুরক্ষা বিষয়টিকেও তাঁরা অমর্যদা করেননি৷ তাহলে কেন এই কাজ করছে কেন্দ্র?
advertisement
advertisement
ইতিমধ্যে মায়ের মুক্তি চেয়ে বারবার সরব হন মেহেবুবা মুফতির মেয়ে ইলতিজা মুফতি৷ আটক করহা হয় তাঁকেও৷ ওমর আবদুল্লাহর একটি ছবি সামনে এলে, তা ভাইরাল হয়ে যায়৷ রাজ্যের মুখ্যমন্ত্রী টুইটারে লেখেন, আবদুল্লাহ কে চেনাই যাচ্ছে না৷ জননিরাপত্তা আইনে কেন ওমর বন্দি তাই নিয়ে জম্মু কাশ্মীর প্রশাসনের কাছে জবাবও চায় সুপ্রিম কোর্ট৷
advertisement
প্রসঙ্গত জনসুপরক্ষা আইনে যে কাউকেই বিনা বিচারে তিন মাস বন্দি রাখা যায়৷ ওমর আবদুল্লাহ সেই বন্দিত্ব থেকেই মুক্তি পেতে চলেছেন৷ বাকিদের ভাগ্যের শিঁকে কবে ছিঁড়বে এখনও জানা যায়নি৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
সাত মাসের অপেক্ষার অবসান, ফারুক আবদুল্লাহকে মুক্তি দিচ্ছে জম্মু কাশ্মীর প্রশাসন
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement