#নিয়াদিল্লি: নাগরিকত্ব আইনের প্রতিবাদে ফের বিক্ষোভ শুরু। এই ঠাণ্ডায় খালি গায়ে বিক্ষোভ শুরু করে পড়ুয়ারা। রবিবার দিনভর চলে বিক্ষোভ কর্মসূচী৷ যাতে যোগ দেন প্রায় ২হাজার পড়ুয়া৷ সেই মিছিল আটকায় পুলিশ৷ সেই থেকেই শুরু হয় গোলমাল৷ কর্মসূচী থামাতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় পড়ুয়াদের৷ ব্যারিকেড ভাঙতে গেলে পুলিশ লাঠিচার্জ করে বলে অভিযোগ৷ পরিস্থিতি মোকাবিলায় কাঁদানে গ্যাসও ছোড়ে পুলিশ, এমন অভিযোগ করছেন পড়ুয়ারা৷ তাদরে দাবি যে পুলিশের ভূমিকায় আরও উত্তপ্ত হয়েছে পরিস্থিতি৷ যদিও পুলিশের দাবি যে বিক্ষোভকারীরাই তাদের উদ্দেশ্য করে ইট ছোঁড়ে৷ পুলিশি হামলার কড়া নিন্দা করেছে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। কোনও অনুমতি না নিয়ে কীভাবে ক্যাম্পাসে পুলিশ প্রবেশ করল তা নিয়ে প্রশ্ন তুলেছেন উপাচার্য নাজমা আখতার। পরিস্থিতি স্বাভাবিক করাই চ্যালেঞ্জ, উচ্চ পর্যায়ের তদন্ত হবে বলে জানিয়েছেন উপাচার্য। শনিবার থেকে আগামী ৫ জানুয়ারি পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে শীতকালীন ছুটির ঘোষণা করেছে কর্তৃপক্ষ। রবিবারের ঘটনার পর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস বা হস্টেলে সুরক্ষার অভাব বোধ করছেন ছাত্রীরা। সোমবার সকাল থেকেই তাদের ক্যাম্পাস ছাড়ার হিড়িক।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: CAA protest, Citizenship Amendment Act, Delhi Police, Jamia milia islamia university