‘জাল্লিকাট্টু’-র উপর স্থগিতাদেশ শীর্ষ আদালতের

Last Updated:

তামিলনাড়ুতে এবছর পালন করা হবে না জাল্লিকাট্টু ৷ এমনটাই মঙ্গলাবার স্পষ্ট জানিয়ে দিলেন শীর্ষ আদালত ৷ কয়েকদিন আগে জাল্লিকাট্টু খেলা চালুর পক্ষে নির্দেশিকা জারি করে কেন্দ্রীয় সরকার ৷ এর জেরে বিতর্কের ঝড় উঠে দেশের বিভিন্ন মহলে ৷ এরপর জাল্লিকাট্টুকে ছাড়পত্র দেওয়ার বিরুদ্ধে মামলা দায়ের করা হয় সুপ্রিম কোর্টে। মঙ্গলবার সেই মামলায় কেন্দ্রের নির্দেশিকা উপর স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট ৷

#নয়াদিল্লি: তামিলনাড়ুতে এবছর পালন করা হবে না জাল্লিকাট্টু ৷ এমনটাই মঙ্গলবার স্পষ্ট জানিয়ে দিলেন শীর্ষ আদালত ৷ কয়েকদিন আগে জাল্লিকাট্টু খেলা চালুর পক্ষে নির্দেশিকা জারি করে কেন্দ্রীয় সরকার ৷ এর জেরে বিতর্কের ঝড় উঠে দেশের বিভিন্ন মহলে ৷ এরপর জাল্লিকাট্টুকে ছাড়পত্র দেওয়ার বিরুদ্ধে মামলা দায়ের করা হয় সুপ্রিম কোর্টে। মঙ্গলবার সেই মামলায় কেন্দ্রের নির্দেশিকা উপর স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট ৷
তামিলনাড়ুর ঐতিহ্যবাহী ষাঁড়-মানুষের লড়াই জাল্লিকাট্টু ৷ তামিলনাড়ুর পোঙ্গাল উৎসবের সময় আয়োজন করা হয় পরম্পরাগত এই ক্রীড়ার। চলতি মাসের ৮ তারিখ এই খেলার উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়ে বিজ্ঞপ্তি জারি করে কেন্দ্র ৷ দেশের ঐতিহ্য এবং সংস্কৃতি বজায় রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয় কেন্দ্রের তরফে ৷ পাশাপাশি প্রাণীদের যাতে কোনওরকম নিষ্ঠুরতার শিকার না হতে হয় সেই দিকেও বিশেষ নজর দেওয়ারও আশ্বাস দেন কেন্দ্র ৷ সামনেই রাজ্যে বিধানসভা নির্বাচন ৷ তাই রাজনৈতিক কারণে এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র বলে সমালোচনা শুরু হয় বিভিন্ন মহলে ৷ বিনোদনের জন্য ষাঁড়েদের উপর অকথ্য অত্যাচার চালানো হয় বলে ভারতের অ্যানিমেল ওয়েলফেয়ার বোর্ড কেন্দ্রের বিজ্ঞপ্তির বিরুদ্ধে দ্রুত শুনানির আবেদন করে সুপ্রিম কোর্টে ৷ এদিন কেন্দ্র সরকারের নির্দেশিকার উপরে স্থগিতাদেশ দেওয়ার পাশাপাশি তামিলনাড়ু ও কেন্দ্রের কাছে জবাব তলব করল শীর্ষ আদালত ৷ এর কয়েক ঘণ্টা পর তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতা জাল্লিকাট্টু-র পক্ষে অর্ডিন্যান্স জারি করার আর্জি জানিয়েছেন কেন্দ্রের কাছে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
‘জাল্লিকাট্টু’-র উপর স্থগিতাদেশ শীর্ষ আদালতের
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement