Jagannath Mandir: বিহারে রয়েছে এক আশ্চর্য জগন্নাথ মন্দির! দেখে মনে হবে যেন পুরীতে এসেছেন
- Published by:Suvam Mukherjee
- local18
Last Updated:
Jagannath Mandir: উড়িষ্যার জগন্নাথ মন্দিরের আদলে তৈরি করা হয়েছে এই মন্দিরের কাঠামো
মুজাফফরপুর: পুরীর জগন্নাথের মন্দিরের মতো মুজাফফরপুরেও রয়েছে জগন্নাথদেবের মন্দির। ৮৬ ফুট উচ্চতার এই জগন্নাথ মন্দিরটি বিহারের মুজাফফরপুরের সাকরা ব্লকের অন্তর্গত দিহুলি গ্রামে।
উড়িষ্যার জগন্নাথ মন্দিরের আদলে তৈরি করা হয়েছে এই মন্দিরের কাঠামো। ত্রহি অচ্যুত নামে একটি আশ্রম পরিচালনা করে এই মন্দিরের। এর মূল আশ্রমটি উড়িষ্যার ভূবনেশ্বরের কাছে। ত্রহি অচ্যুত এই আশ্রমটি মুজাফফরপুরে তৈরি করেছেন।
advertisement
মন্দিরের কাজ ৯ বছরে সম্পূর্ণ হয়। মুজাফফরপুরের জগন্নাথ মন্দিরের সঙ্গে যুক্ত লাল বাবু প্রসাদ জানান, এই মন্দিরের নির্মাণকাজ শুরু হয়েছিল ২০০৯ সালে, যা শেষ হয় ২০১৮ সালে। লাল বাবু প্রসাদ বলেন, এটি বিহারের একমাত্র জগন্নাথ মন্দির। যা জগন্নাথ পুরীর জগন্নাথ মন্দিরের আদলে নির্মিত। এর সঙ্গে লাল বাবু আরও বলেন, এই মন্দির তৈরির জন্য উড়িষ্যা থেকে সব কারিগর এসেছিলেন। তাঁরাই এই বিশাল মন্দিরটি তৈরি করেছিল।
advertisement
তিনি জানিয়েছেন, এই মন্দিরে জগন্নাথদেবের মূর্তি স্থাপিত রয়েছে। লাল বাবু জানালেন এই মন্দিরের প্রধান আশ্রম খোর্দা জেলায়। তিনি জানান, এই মন্দিরে ভগবান কৃষ্ণের জীবনের বিভিন্ন জিনিস ফুটিয়ে তোলা হয়েছে। মুজাফফরপুরের এই জগন্নাথ মন্দিরের মহিমা ও সৌন্দর্যও দেখার মতো।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 01, 2023 5:59 PM IST