Jadavpur University: 'উপাচার্যের দফতরে যাচ্ছি না', প্রেস বিবৃতি দিয়ে জানিয়ে দিলেন বুদ্ধদেব সাউ
- Written by:SOMRAJ BANDOPADHYAY
- news18 bangla
- Published by:Rukmini Mazumder
Last Updated:
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অফিসে যাবেন না বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী উপাচার্য বুদ্ধদেব সাউ। নিজেই প্রেস বিবৃতি দিয়ে এ'কথা জানালেন তিনি
কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অফিসে যাবেন না বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী উপাচার্য বুদ্ধদেব সাউ। নিজেই প্রেস বিবৃতি দিয়ে এ’কথা জানালেন তিনি। বিবৃতিতে বুদ্ধদেব সাউ বলেন, ” আইনি (এখনও সুপ্রিম কোর্টের আওতাভুক্ত) এবং প্রশাসনিক বিভ্রান্তি চলছে। বিশেষ করে আচার্যর অফিস ও রাজ্য সরকার-এর তরফ থেকে জাদবপুরের অন্তবর্তী ভিসি-র কার্জপ্রাণালী নিয়ে একের পর এক নির্দেশ আসছে। আমি সুপ্রিম কোর্টের নির্দেশের অপেক্ষা করছি। কাজেই, বর্তমানে উপাচার্যের দফতরে যাচ্ছি না।”
আগেই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বুদ্ধদেব সাউকে নৈতিক সমর্থন জানিয়েছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি জানান, ‘‘আইন অনুযায়ী কোনও উপাচার্যের ছ’মাসের বেশি মেয়াদ থাকার কথা নয়। সেই ছ’মাস তো পেরিয়ে গিয়েছে। সুতরাং আইন অনুযায়ী সমস্ত উপাচার্যের পদত্যাগ করা উচিত। কিন্তু অন্য কেউ যদি পদ না ছাড়েন, তাহলে বুদ্ধদেব সাউ পদত্যাগ করবেন কেন?’’
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 09, 2024 12:50 PM IST










