ঠিক হল বিয়ের তারিখ, সাতপাকে বাঁধা পড়ছেন মুকেশ কন্যা ইশা ও পিরামল পুত্র আনন্দ
Last Updated:
#মুম্বই: ছেলে আকাশের সঙ্গে মেয়ে ইশা আম্বানিরও বিয়ের তোড়জোড় শুরু করে দিয়েছেন মুকেশ আম্বানি। পাত্র পিরামল গোষ্ঠীর প্রধান অজয় পিরামলের ছেলে আনন্দ পিরামল ৷ ডিসেম্বরে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন রিলায়েন্স কর্ণধার মুকেশ অম্বানির মেয়ে ইশা। এমনটা আগেই ঠিক ছিল ৷ আম্বানি পরিবার প্রথম বিয়ের কার্ডটি নিয়ে গিয়েছিলেন মুম্বইয়ের সিদ্ধিবিনায়ক মন্দিরে। এবার আনুষ্ঠানিক ভাবে বিয়ের তারিখ ঘোষণা করলেন মুকেশ এবং নীতা আম্বানি ৷ আগামী ১২ ডিসেম্বর মুম্বইয়ে আম্বানিদের বাড়িতেই হবে বিয়ের অনুষ্ঠান ৷ ভারতীয় রীতি-নীতি এবং সংস্কৃতি মেনেই বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হবে বলে আম্বানি পরিবারের পক্ষ থেকে মঙ্গলবার জানানো হয়েছে ৷
এর পাশাপাশি বিয়ের ঠিক আগের উইকেন্ডে আম্বানি ও পিরামল পরিবার তাঁদের আত্মীয়স্বজন ও ঘনিষ্ঠ বন্ধু-বান্ধবদের নিয়ে রাজস্থানের উদয়পুরে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছেন ৷ সেখানে স্থানীয় শিল্পীদের পারফরম্যান্সের পাশাপাশি স্থানীয় রাজস্থানি সংস্কৃতির প্রদর্শন হবে ৷ ইশা এবং আনন্দকে তাঁদের নতুন জীবনের জন্য দুই পরিবারের পক্ষ থেকেই শুভেচ্ছা জানানো হয়েছে ৷
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 30, 2018 10:17 PM IST