#দেহরাদুন: দেশের যে কোনও বিপর্যয় সবার আগে সেনা-জওয়ানদের কথাই মনে পড়ে৷ অসম্ভবকে সম্ভব করাটা যাঁদের কাছে নিয়মমাফিক৷ সেই সেনারাই উত্তরাখণ্ডের বিপর্যয়তেও উদ্ধারকার্যে দেশের জন্য নিয়োজিত৷ রবিবার সকাল পনে এগারোটা নাগাদ উত্তরাখণ্ডে চামোলি জেলায় মেঘভাঙা বৃষ্টিতে ধৌলিগঙ্গা নদীতে ভয়ঙ্কর বন্যা হয়েছে৷
পাহাড়ের তলদেশে বন্যার জলের স্রোতে রাস্তায় অবস্থিতি বাড়িগুলিও নিশ্চিহ্ণ হয়ে গিয়েছে। অনেক গ্রাম খালি করে লোকজনকে নিরাপদ অঞ্চলে নিয়ে যাওয়া হয়েছে। আইটিবিপি-র এক মুখপাত্র বলেছেন, রেনি গ্রামের কাছে একটি ব্রিজ ভেঙে যাওয়ার কারণে কয়েকটি সীমান্ত পোস্টের যোগাযোগ ছিল "সম্পূর্ণ নিষিদ্ধ"।
উত্তরাখণ্ডে উদ্ধার কাজে ফের নিজেদের ছাপ রাখল ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশ (Indo Tibetan Border Police, ITBP)৷ এদিন চামোলির কাছে তপোবনের এক সুড়ঙ্গে ১৬ জন আটকে পড়েছিলেন৷ তাঁদের নিরাপদে উদ্ধার করল আইটিবিপি৷ এমনকী স্ট্রেচারে তুলে কাঁধে চাপিয়েও মানুষকে বিপদ থেকে রক্ষা করেছে আইটিবিপি-র জওয়ানরা৷
Rescue operation underway at the tunnel near Tapovan dam in Chamoli to rescue trapped people. #Uttarakhand
(Pic courtesy: Indian Army) pic.twitter.com/lcKlHdcNn3 — ANI (@ANI) February 7, 2021
#UPDATE: ITBP rescues all 16 people who were trapped in the tunnel near Tapovan, Chamoli. #Uttarakhand https://t.co/vi2ZbTyB9N
— ANI (@ANI) February 7, 2021
Uttarakhand: ITBP personnel carried rescued persons on stretchers to the nearest road; all 16 people who were trapped in a tunnel near Tapovan in Chamoli were rescued earlier today. pic.twitter.com/PDQHsNHO2O
— ANI (@ANI) February 7, 2021
শুধুই আইটবিপিই নয়, উত্তরাখণ্ডের জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (National Disaster Response Force, NDRF) ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী (State Disaster Response Force, SDRF)৷ এয়ারলিফ্টের ব্যবস্থার জন্য সেনার তিনটি হেলিকপ্টার কাজ করছে সেখানে৷ দুটি এমআই ১৭এস (Mi-17s) ও একটি ধ্রুব (ALH Dhruv) ওঠা-নামা করছে৷ প্রয়োজনে আরও হেলিকপ্টার কাজে লাগাবে ভারতীয় সেনা৷ বন্যা বিধ্বস্ত এলাকায় দেশের ৬০০ সেনা উদ্ধারকার্যে রয়েছেন৷
Indian Army has reached the spot, a team of NDRF that has reached Dehradun is en route Chamoli. Doctors have camped there. A team of 60 SDRF personnel with equipment have reached the spot: Uttarakhand CM Trivendra Singh Rawat pic.twitter.com/EqzaEztTIS
— ANI (@ANI) February 7, 2021
উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত (Trivendra Singh Rawat) জানিয়েছেন, যে ডাক্তাররা সেখানে পৌঁছে গিয়ে শিবির বানিয়ে ফেলেছেন৷ ৬০ জন এসডিআরএফ উদ্ধারকার্যের প্রয়োজনীয় সামগ্রী নিয়ে সেখানে হাজির হয়েছেন৷
#WATCH: As part of IAF disaster relief Task Force, a C130J Super Hercules transport aircraft landed at the Jolly Grant airport in Dehradun with rescue teams and other heavy equipment on board. pic.twitter.com/4D9Eg2NvmT
— ANI (@ANI) February 7, 2021
ভারতীয় বায়ুসেনার বিপর্যয় টাস্ক ফোর্সের কাজে ব্যবহৃত হচ্ছে হারকিউনিস বিমান ( C130J Super Hercules Transport Aircraft)৷ দেহরাদুনের জলি গ্রান্ট বিমানবন্দরে সেটি উদ্ধারকার্যের ভারী সরঞ্জায় ও অনান্য সামগ্রী নিয়ে অবতরণ করে গিয়েছে৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: ITBP, Uttarakhand