উত্তরাখণ্ড বিপর্যয়: নিখোঁজ এখনও ১৭০, সারা রাত চলবে উদ্ধারকার্য

Last Updated:

উত্তরাখণ্ডে উদ্ধার কাজে ফের নিজেদের ছাপ রাখল ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশ (Indo Tibetan Border Police, ITBP)৷ এদিন চামোলির কাছে তপোবনের এক সুড়ঙ্গে ১৬ জন আটকে পড়েছিলেন৷ তাঁদের নিরাপদে উদ্ধার করল আইটিবিপি৷

#দেহরাদুন: দেশের যে কোনও বিপর্যয় সবার আগে সেনা-জওয়ানদের কথাই মনে পড়ে৷ অসম্ভবকে সম্ভব করাটা যাঁদের কাছে নিয়মমাফিক৷ সেই সেনারাই উত্তরাখণ্ডের বিপর্যয়তেও উদ্ধারকার্যে দেশের জন্য নিয়োজিত৷ রবিবার সকাল পনে এগারোটা নাগাদ উত্তরাখণ্ডে চামোলি জেলায় মেঘভাঙা বৃষ্টিতে ধৌলিগঙ্গা নদীতে ভয়ঙ্কর বন্যা হয়েছে৷
পাহাড়ের তলদেশে বন্যার জলের স্রোতে রাস্তায় অবস্থিতি বাড়িগুলিও নিশ্চিহ্ণ হয়ে গিয়েছে। অনেক গ্রাম খালি করে লোকজনকে নিরাপদ অঞ্চলে নিয়ে যাওয়া হয়েছে। আইটিবিপি-র এক মুখপাত্র বলেছেন, রেনি গ্রামের কাছে একটি ব্রিজ ভেঙে যাওয়ার কারণে কয়েকটি সীমান্ত পোস্টের যোগাযোগ ছিল "সম্পূর্ণ নিষিদ্ধ"।
উত্তরাখণ্ডে উদ্ধার কাজে ফের নিজেদের ছাপ রাখল ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশ (Indo Tibetan Border Police, ITBP)৷ এদিন চামোলির কাছে তপোবনের এক সুড়ঙ্গে ১৬ জন আটকে পড়েছিলেন৷ তাঁদের নিরাপদে উদ্ধার করল আইটিবিপি৷ এমনকী স্ট্রেচারে তুলে কাঁধে চাপিয়েও মানুষকে বিপদ থেকে রক্ষা করেছে আইটিবিপি-র জওয়ানরা৷
advertisement
advertisement
advertisement
শুধুই আইটবিপিই নয়, উত্তরাখণ্ডের জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (National Disaster Response Force, NDRF) ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী (State Disaster Response Force, SDRF)৷ এয়ারলিফ্টের ব্যবস্থার জন্য সেনার তিনটি হেলিকপ্টার কাজ করছে সেখানে৷ দুটি এমআই ১৭এস (Mi-17s) ও একটি ধ্রুব (ALH Dhruv) ওঠা-নামা করছে৷ প্রয়োজনে আরও হেলিকপ্টার কাজে লাগাবে ভারতীয় সেনা৷ বন্যা বিধ্বস্ত এলাকায় দেশের ৬০০ সেনা উদ্ধারকার্যে রয়েছেন৷
advertisement
advertisement
উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত (Trivendra Singh Rawat) জানিয়েছেন, যে ডাক্তাররা সেখানে পৌঁছে গিয়ে শিবির বানিয়ে ফেলেছেন৷ ৬০ জন এসডিআরএফ উদ্ধারকার্যের প্রয়োজনীয় সামগ্রী নিয়ে সেখানে হাজির হয়েছেন৷
advertisement
ভারতীয় বায়ুসেনার বিপর্যয় টাস্ক ফোর্সের কাজে ব্যবহৃত হচ্ছে হারকিউনিস বিমান ( C130J Super Hercules Transport Aircraft)৷ দেহরাদুনের জলি গ্রান্ট বিমানবন্দরে সেটি উদ্ধারকার্যের ভারী সরঞ্জায় ও অনান্য সামগ্রী নিয়ে অবতরণ করে গিয়েছে৷
বাংলা খবর/ খবর/দেশ/
উত্তরাখণ্ড বিপর্যয়: নিখোঁজ এখনও ১৭০, সারা রাত চলবে উদ্ধারকার্য
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement