কোনও বিদেশি নাম নয়, দেশের সীমান্তের নামে নামকরণ হল ITBP-র K-9 বাহিনীর কুকুরছানাদের

Last Updated:

কোনও বিদেশি নাম ধার করে নামকরণ নয়, এ বার দেশের প্রকৃত নিয়ন্ত্রণ রেখার বিভিন্ন সীমান্তের নামে নামকরণ হল ITBP-র K-9 বাহিনীর কুকুরদের

#নয়াদিল্লি: চলতি বছরে চিন-ভারত প্রকৃত নিয়ন্ত্রণ রেখার গালওয়ান উপত্যকায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠা ও ২০ জন ভারতীয় সেনার শহিদ হওয়ার কথা সকলেরই জানা। এই পরিস্থিতিতে তাঁদের সম্মান জানাতে একাধিক ক্ষেত্রে একাধিক পদক্ষেপ করা হয়। যার মধ্যে অন্যতম অভিনব পদক্ষেপ করলেন ITBP বা ইন্দো-তিব্বত বর্ডার পুলিশের জওয়ানরা।
কোনও বিদেশি নাম ধার করে নামকরণ নয়, এ বার দেশের প্রকৃত নিয়ন্ত্রণ রেখার বিভিন্ন সীমান্তের নামে নামকরণ হল ITBP-র K-9 বাহিনীর কুকুরদের। প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় চিন-ভারতের মুখোমুখি হওয়া ও ভারতীয় সেনার সাহসিকতাকে সম্মান জানিয়ে ১৭টি কুকুর ছানার নাম সীমান্তের নামে নাম রাখা হয়েছে। যার মধ্যে রয়েছে গালওয়ানও।
দ্য ট্রিবিউনের রিপোর্ট অনুযায়ী, গতকাল চণ্ডীগড়ের ভানু এলাকায় এই K-9 বাহিনীর নামকরণ অনুষ্ঠান হয়। যেখানে কোনও বিদেশি নাম নয়, দেশীয় কোনও নাম দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। পরে ভারতীয় সেনাকে সম্মান জানাতে এই নয়া পদক্ষেপ করে ইন্দো-তিব্বত বর্ডার পুলিশ।
advertisement
advertisement
রিপোর্ট অনুযায়ী, K-9 বাহিনীর এই ১৭টি কুকুরের নাম দেওয়া হয়েছে, আনে-লা, গালওয়ান, সাসোমা, চিপ-চাপ, সাসের, শ্রীজাপ, চারডিং, রেজাং, দৌলত, সুলতান-চুসকু, ইমিস, রাঙ্গো, ইউলা, মুখপ্রি, চুং-থুং, খারডুঙ্গি ও শায়ক।
সম্প্রতি ITBP-র গালা, ওলগা ও ওলেশ্যা নামের তিন কুকুরের বাচ্চা হয়। এই ১৭ জন তাদেরই সন্তান। জানা গিয়েছে, গালা, ওলগা ও ওলেশ্যাও K-9 বাহিনীর অন্যতম পুরনো সদস্য। সন্ত্রাসবাদ দমনের বিভিন্ন কাজে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বর্তমানে এই তিনজনের কেউ কেউ হাই-সিকিওরিটি ডিউটিতে কাজ করে।
advertisement
ITBP-তে এই কুকুরদের নাম বিদেশি নামে দেওয়ার চলই ছিল এতদিন। কিন্তু এই প্রথমবার সেই প্রথা ভেঙেছেন তাঁরা ১৭টি কুকুরছানার নাম দেশীয় নামে রেখে। এবং এ বার থেকে তাঁরা এই ধারাই মেনে চলবেন বলে জানানো হয়েছে। ইন্ডিয়া টুডে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, ITBP এর পরের ব্যাচের K-9 বাহিনীর সদস্যদের দেশের কোল্ড ফ্রন্টিয়ার্সদের নামে নামকরণ করবে। এবং ভারতীয় সংস্কৃতি যাতে তাদের বাহিনীতে বজায় থাকে, সে জন্য এই বিষয়টি এ ভাবেই আগামী দিনেও চালিয়ে যাবে তারা।
advertisement
এ দিকে, বর্তমানে এই K-9 বাহিনীর কুকুরদের বিভিন্ন ধরনের ট্রেনিং দেওয়ার প্রস্তুতি চলছে। সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সের তরফে অনুরোধ করা হয়েছে যে তাদেরও এই কুকুর ছানাদের মাঝে মাঝে প্রয়োজনে দেওয়া হোক!
বাংলা খবর/ খবর/দেশ/
কোনও বিদেশি নাম নয়, দেশের সীমান্তের নামে নামকরণ হল ITBP-র K-9 বাহিনীর কুকুরছানাদের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement