#নয়াদিল্লি: সারা দেশজুড়ে ক্রমেই বেড়ে চলেছে করোনা ভাইরাসের দাপট ৷ করোনা ভাইরাসের চিকিৎসায় বিভিন্ন রকমের পিপিই বা পার্সোনাল প্রটেকশন ইক্যুপমেন্ট স্যুট কিনছে ৷ এই নিয়ে দেশ-বিদেশের বিভিন্ন সংস্থাকে অর্ডার দেওয়া হয়েছে ৷ স্বদেশি বিভিন্ন সংস্থাও পিপিই স্যুট বানানোর ক্ষেত্রে বিশেষ প্রচেষ্টা করছে ৷ এই প্রচেষ্টার অন্যতম প্রয়াস ইন্দো তিব্বত পুলিশ পিপিই ও মাস্ক প্রস্তুতে সাফল্য পেয়েছে ৷
নয়াদিল্লির সবোলিতে আইটিবিপি ব্যাটালিয়নে মাস্ক প্রস্তুত করতে চেয়েছে ৷ শুধু এই সংস্থা পিপিই প্রস্তুত করেছে যার দাম ১০০ টাকা ও একই সঙ্গে তিন স্তর বিশিষ্ট মাস্ক প্রস্তুত করেছে যার দাম মাত্র ৫ টাকা ৷
এই মাস্ক পরীক্ষা করা হয়েছে দিল্লি এআইএমস ৷ জানতে পারা গিয়েছে পিপিই ও মাস্কের দাম কম হওয়া সত্ত্বেও গুণগত মান অত্যন্ত ভালই ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Coronavirus, COVID-19, ITBP, PPE