ভুলেছেন প্রাক্তনকে, এখন প্রিয়াঙ্কার ‘মিড নাইট ক্রাশ’ কে জানুন
Last Updated:
#কলকাতা: এই মুহূর্তে সময়টা বেশ ভালই যাচ্ছে অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারের ৷ গত সপ্তাহের শুক্রবারেই মুক্তি পেয়েছে তাঁর অভিনীত ছবি‘ক্রিসক্রস’৷ যেখানে তিনি মিমি, নুসরত, জয়া, সোহিনীদের মতো তাবড় নায়িকাদের সঙ্গে অভিনয় করেছেন ৷
এর পাশাপাশি বেশ কয়েকটি চলচ্চিত্র উৎসব থেকে সেরা অভিনেত্রীর দখল করে নিয়েছেন প্রিয়াঙ্কা ৷
শিল্পী জীবন বেশ আকর্ষণীয় হলেও, প্রিয়াঙ্কার ব্যক্তি জীবন কিন্তু বেশ টালমাটাল ৷ এই তো কিছুদিন আগেই স্বামী রাহুল বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিরাট অভিযোগ এনেছিলেন প্রিয়াঙ্কা ৷ বলেছিলেন, যে তাঁর উপর প্রতিনিয়ত মানসিক ও শারীরিক নির্যাতন চলত ৷ গত দু’বছর ধরে বৈবাহিক সম্পর্ক মধুর ছিল না তাঁদের মধ্যে ৷ এই অভিযোগে দু’জনে আলাদা থাকতে শুরু করেছিলেন ৷ এ বার রাহুলের বিরুদ্ধে বিবাহ বিচ্ছেদের মামলা দায়ের করলেন নায়িকা ৷
advertisement
advertisement
সব মিলিয়ে জীবনটা বেশ এলোমেলো হয়ে রয়েছে তাঁর ৷ তবে তার মধ্যেই তো খুশি থাকবে হবে ৷ দুঃখের মধ্যে থাকলেও নিজেকে ভাল রাখার চেষ্টা চালিয়ে যেতে হবে ৷ আর সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছেন নায়িকা ৷ ছেলে সহজের মুখের দিকে তাকিয়ে ভাল থাকার চেষ্টা ৷ এরই সঙ্গে নিজেরওতো একটা জীবন আছে ৷ আর সেটা ভুললে চলবে নাকি!
advertisement
ট্যুইটারে প্রিয়াঙ্কার পোস্ট করা একটি স্টেটাস বুঝিয়ে দিল খারাপ সময় থেকে উঠে পড়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন প্রিয়াঙ্কা ৷ ট্যুইটারে তাঁর মিডনাইটে ক্রাশের কথা নিজেই জানালেন নায়িকা ৷ ভাবছেন কে তিনি ? না সে কোনও জলজ্যান্ত মানুষ নন ৷ সে হল একটি চকোলেট আইসক্রিম ৷
Midnight crush... pic.twitter.com/a4SweFv2yj
— Suzy (@PriyankaSarkarB) August 12, 2018
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 13, 2018 9:27 PM IST