আশা শেষ হয়ে যায়নি, বিক্রমকে চাঁদে খুঁজে পাওয়ার পর যা যা জানালেন ISRO বিজ্ঞানীরা
Last Updated:
অরবিটারের তোলা ছবিতে ধরা পড়ল বিক্রমের ছবি। কী অবস্থায় রয়েছে বিক্রম? সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন।
#নয়াদিল্লি : চাঁদের নামার আগের মুহূর্তে বিক্রমের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয় ইসরোর। এই পরিস্থিতিতে ভরসা ছিল অরবিটার। সেই অরবিটারের তোলা ছবিই জানাল, চাঁদের বুকেই রয়েছে বিক্রম। পরিকল্পনা মতো বিক্রম কাজ শুরু করতে পারবে কিনা, তা স্পষ্ট নয় এখনও। ইসরোর হাতে সময় মাত্র কম। ১৩ দিনেই শক্তি শেষ হবে ল্যান্ডার ও রোভারের।
অরবিটারের তোলা ছবিতে ধরা পড়ল বিক্রমের ছবি। কী অবস্থায় রয়েছে বিক্রম? সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন।
বিক্রম কোথায়? ইসরোর মতোই উৎকণ্ঠায় ছিল ১৩০ কোটি ভারতবাসী। রবিবার বেলায় কিছুটা হলেও আশার খবর। নিউজ-18 কে ইসরো চেয়ারম্যান জানালেন, চাঁদের বুকে বিক্রমের ছবি পেয়েছে ইসরো। থার্মাল ইমেজিং থেকে তথ্য বিশ্লেষণের কাজ চলছে।
advertisement
শুক্রবার রাত ১.৫২ - কার্ড
advertisement
--
চাঁদের বুকে নামার কথা ছিল বিক্রমের। তার ঠিক আগে অরবিটারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয় ল্যান্ডার বিক্রমের। তখন বিক্রম চাঁদের থেকে ২ দশমিক ১ কিলোমিটার দূরে।
আরও পড়ুন - বাড়ির ঠাকুরের গায়েই ছিল কয়েক লক্ষ টাকার গয়না, ভেঙে পড়া বাড়ির বাসিন্দাদের হাহাকার থামছে না
ইসরো অবশ্য জানিয়েছিল, অরবিটার একেবারে ঠিকঠাক কাজ করছে। সেই অরবিটরই বিক্রমের খবর দিল।
advertisement
কীভাবে চাঁদের ওপর অবস্থান করছে বিক্রম, তার ওপরই সেটা নির্ভর করছে ।বিশেষজ্ঞরা বলছেন, বিক্রম যেহেতু চাঁদের জমি ছুঁয়েছে, তাই প্রজ্ঞানকে নিয়েও আশা শেষ হয়ে যায়নি। আর তাই চাঁদের জমি থেকে তথ্য মেলার সম্ভাবনাও থাকছে।
আরও দেখুন
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 09, 2019 12:27 PM IST