আশা শেষ হয়ে যায়নি, বিক্রমকে চাঁদে খুঁজে পাওয়ার পর যা যা জানালেন ISRO বিজ্ঞানীরা

Last Updated:

অরবিটারের তোলা ছবিতে ধরা পড়ল বিক্রমের ছবি। কী অবস্থায় রয়েছে বিক্রম? সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন।

#নয়াদিল্লি : চাঁদের নামার আগের মুহূর্তে বিক্রমের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয় ইসরোর। এই পরিস্থিতিতে ভরসা ছিল অরবিটার। সেই অরবিটারের তোলা ছবিই জানাল, চাঁদের বুকেই রয়েছে বিক্রম। পরিকল্পনা মতো বিক্রম কাজ শুরু করতে পারবে কিনা, তা স্পষ্ট নয় এখনও। ইসরোর হাতে সময় মাত্র কম। ১৩ দিনেই শক্তি শেষ হবে ল্যান্ডার ও রোভারের।
অরবিটারের তোলা ছবিতে ধরা পড়ল বিক্রমের ছবি। কী অবস্থায় রয়েছে বিক্রম? সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন।
বিক্রম কোথায়? ইসরোর মতোই উৎকণ্ঠায় ছিল ১৩০ কোটি ভারতবাসী। রবিবার বেলায় কিছুটা হলেও আশার খবর। নিউজ-18 কে ইসরো চেয়ারম্যান জানালেন, চাঁদের বুকে বিক্রমের ছবি পেয়েছে ইসরো। থার্মাল ইমেজিং থেকে তথ্য বিশ্লেষণের কাজ চলছে।
advertisement
শুক্রবার রাত ১.৫২ - কার্ড
advertisement
--
চাঁদের বুকে নামার কথা ছিল বিক্রমের। তার ঠিক আগে অরবিটারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয় ল্যান্ডার বিক্রমের। তখন বিক্রম চাঁদের থেকে ২ দশমিক ১ কিলোমিটার দূরে।
ইসরো অবশ্য জানিয়েছিল, অরবিটার একেবারে ঠিকঠাক কাজ করছে। সেই অরবিটরই বিক্রমের খবর দিল।
advertisement
কীভাবে চাঁদের ওপর অবস্থান করছে বিক্রম, তার ওপরই সেটা নির্ভর করছে ।বিশেষজ্ঞরা বলছেন, বিক্রম যেহেতু চাঁদের জমি ছুঁয়েছে, তাই প্রজ্ঞানকে নিয়েও আশা শেষ হয়ে যায়নি। আর তাই চাঁদের জমি থেকে তথ্য মেলার সম্ভাবনাও থাকছে।
আরও দেখুন
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
আশা শেষ হয়ে যায়নি, বিক্রমকে চাঁদে খুঁজে পাওয়ার পর যা যা জানালেন ISRO বিজ্ঞানীরা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement