‘সবার আগে আমি ভারতীয়, তারপর তামিল’, ISRO চেয়ারমানের মন্তব্যে মন জয় দেশবাসীর, Viral Video
Last Updated:
ভিডিওতে একটি প্রশ্নের উত্তরে শিবন জানিয়েছেন, ‘আমি সবার প্রথমে একজন ভারতীয় ৷ ’ ভিডিওর এই একটি ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে ৷
#নয়াদিল্লি: ভারতের রকেটম্যান হিসেবে জনপ্রিয় ইসরোর চেয়ারম্যান ড: কে শিবন আজ সমস্ত দেশবাসীর মন জয় করে নিয়েছেন ৷ ভারতের মুন মিশন চন্দ্রযান ২ এর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও তার প্রশংসা করেছেন ৷ এর মাঝেই ইসরোর একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় ৷ সেই ভিডিওতে কে শিবনের মন্তব্যের প্রশংসা করেছেন দেশবাসী ৷ ভিডিওতে একটি প্রশ্নের উত্তরে শিবন জানিয়েছেন, ‘আমি সবার প্রথমে একজন ভারতীয় ৷ ’ ভিডিওর এই একটি ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে ৷
২০১৮ জানুয়ারি মাসে Sun Tv কে দেওয়া একটি সাক্ষাৎকারে ইসরোর চেয়ারম্যানকে একজন সাংবাদিক জিজ্ঞাসা করেছিলেন তামিলের মুখ হয় আপনি এত বড় পদে পৌঁছেছেন, তামিলনাড়ুর মানুষকে কী বার্তা দিতে চান ? এর জবাবে তিনি বলেন ,‘আমি সবার প্রথমে একজন ভারতীয় ৷ আমি ভারতীয় হিসেবে ইসরোতে যোগ দিয়েছিলাম ৷ ইসরো এমন একটি জায়গা যেখানে দেশের সমস্ত রাজ্য থেকে আলাদা আলাদা ভাষার মানুষ এক সঙ্গে কাজ করে ৷
advertisement
SunTV: As a Tamil, having attained a big position, what do u want to say to ppl of TN?
Sivan: First of all, I am an Indian, I joined #ISRO as an Indian & ISRO is a place where people from all regions & languages work, contribute, but I am grateful to my brothers who celebrate me pic.twitter.com/tES7uzNCJO — Ethirajan Srinivasan (@Ethirajans) September 10, 2019
advertisement
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 11, 2019 5:46 PM IST