নিরাপত্তারক্ষীদের রেশনে বিষ মেশানোর ছক ISI-এর!
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
#নয়াদিল্লি: ভারতের নিরাপত্তা সংস্থাগুলির কাছে রিপোর্ট পাঠাল আইবি। সেখানে তারা জঙ্গিদের নতুন ছকের কথা সামনে আনল। আইএসআই ও জঙ্গি সংগঠনগুলি ভারতের নিরাপত্তারক্ষীদের রেশনে বিষ মিশিয়ে দেওয়ার ছক কষেছে। খাবারে বিষ মিশিয়ে এবার রক্ষীদের মারার ছক করছে এই জঙ্গি সংগঠনগুলো।
জঙ্গি ছক রুখতে সব ব্যবস্থা নিতে বলা হয়েছে। নিরাপত্তারক্ষীদের রেশন পণ্যের উপর কড়া নজরদারি রাখা হচ্ছে। আরও নজরদারি বাড়ানোর পরামর্শ আইবি রিপোর্টে। সব খাবার আসার পর ভাল করে পরীক্ষা করে নেওয়া হচ্ছে। কারণ খাবারে বিষ মিশিয়ে দিতে পারলে খুব সহজেই শেষ করে দেওয়া যাবে সকলকে। কিন্তু আমাদের এখানকার সংস্থাগুলি সব রকম চেষ্টা চালাচ্ছে যাতে এ ধরণের কোনও ছক সফল না হয়। কড়া নজর রাখা হচ্ছে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 02, 2019 11:16 AM IST