নিরাপত্তারক্ষীদের রেশনে বিষ মেশানোর ছক ISI-এর!

Last Updated:
photo source collected
photo source collected
#নয়াদিল্লি: ভারতের নিরাপত্তা সংস্থাগুলির কাছে রিপোর্ট পাঠাল আইবি। সেখানে তারা জঙ্গিদের নতুন ছকের কথা সামনে আনল। আইএসআই ও জঙ্গি সংগঠনগুলি ভারতের নিরাপত্তারক্ষীদের রেশনে বিষ মিশিয়ে দেওয়ার ছক কষেছে। খাবারে বিষ মিশিয়ে এবার রক্ষীদের মারার ছক করছে এই জঙ্গি সংগঠনগুলো।
জঙ্গি ছক রুখতে সব ব্যবস্থা নিতে বলা হয়েছে। নিরাপত্তারক্ষীদের রেশন পণ্যের উপর কড়া নজরদারি রাখা হচ্ছে। আরও নজরদারি বাড়ানোর পরামর্শ আইবি রিপোর্টে। সব খাবার আসার পর ভাল করে পরীক্ষা করে নেওয়া হচ্ছে। কার‍ণ খাবারে বিষ মিশিয়ে দিতে পারলে খুব সহজেই শেষ করে দেওয়া যাবে সকলকে। কিন্তু আমাদের এখানকার সংস্থাগুলি সব রকম চেষ্টা চালাচ্ছে যাতে এ ধরণের কোনও ছক সফল না হয়। কড়া নজর রাখা হচ্ছে।
বাংলা খবর/ খবর/দেশ/
নিরাপত্তারক্ষীদের রেশনে বিষ মেশানোর ছক ISI-এর!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement