Nita Mukesh Ambani Cultural Centre: মুম্বইতে 'নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টার' খোলার ঘোষণা ইশা আম্বানির!

Last Updated:

Nita Mukesh Ambani Cultural Centre: মুম্বইয়ের বান্দ্রা কুরলা কমপ্লেক্সে দেশের প্রথম মাল্টি ডিসিপ্লিনারি কালচারাল সেন্টার খোলার কথা ঘোষণা করা হল।

#মুম্বই:  ইশা আম্বানি আজ এক বিরাট ঘোষণা করেন। শিল্পকলা জগতে এবার বড় ছাপ রাখতে চলেছে ইশা আম্বানির ঘোষণা। মুম্বইয়ের বান্দ্রা কুরলা কমপ্লেক্সে দেশের প্রথম মাল্টি ডিসিপ্লিনারি কালচারাল সেন্টার খোলার কথা ঘোষণা করা হল। এই সেন্টারের নাম রাখা হয়েছে 'নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টার'। ইশা আম্বানি তাঁর মা নীতা আম্বানিকে এই ডেডিকেট করেছেন। তাঁর মা নীতা এম আম্বানি একজন শিক্ষাবিদ, বিসনেস ওম্যান, পরোপকারী এবং শিল্পকলার দীর্ঘদিনের পৃষ্ঠপোষক। তাই এই 'নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টার' তাঁকে উদ্দেশ্য করেই তৈরি করা হল। যা এক নতুন যুগের সূচনা করবে।
'নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টার' জিও ওয়ার্ল্ড সেন্টারের মধ্যেই অবস্থিত। যা দেশের বৃহত্তম কনভেশন সেন্টার এবং আতিথেয়তার আউটলেট সঙ্গে আরও অনেক কিছু। তিন তলা ভবনের মধ্যে খোলা হবে অভিনয়ের পাশাপাশি ভিজ্যুয়াল আর্টও! এখানে থাকবে পারফর্মিং আর্টগুলির জন্য একটি গ্র্যান্ড থিয়েটার, দ্য স্টুডিও থিয়েটার এবং দ্য কিউব, সবই কাটিং-এজ দিয়ে তৈরি! এখানে বিশাল স্ক্রীনিং এবং অভিজ্ঞতার বিস্তৃত পরিসরে নতুন প্রযুক্তি ব্যবহার করে বহুভাষার আর্ন্তজাতিক মানের প্রযোজনার ব্যবস্থা থাকবে। এই কেন্দ্রে একটি আর্ট হাউসও থাকছে, একটি চার তলা বিশিষ্ট স্পটলাইট বিশিষ্ট কেন্দ্র যেখানে ভারতীয় এবং আন্তর্জাতিক শিল্পীরা আলোকিত হবেন।
advertisement
advertisement
ইশা আম্বানি এই শুভদিনে জানান, "নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টার- শুধু একটি কেন্দ্র নয় তার থেকেও অনেক বেশি কিছু। এটা আমার মায়ের শিল্প ভাবনাকে সম্মান জানানো। সে সব সময় এমন একটা কেন্দ্র চেয়েছেন যেখানে দেশ বিদেশের শিল্প এবং শিল্পীরা আরও বড় পরিসরে তাঁদের শিল্পকে তুলে ধরবেন। তাঁর ইচ্ছা অনুযায়ী এই কেন্দ্র দেশের শিল্পকলাকে অন্য মাত্রায় নিয়ে যাবে এবং গোটা বিশ্বের সামনে তুলে ধরবে।"
advertisement
২০২৩-এর ৩১ মার্চ 'নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টার'-এর দরজা সকলের জন্য খুলবে একটি তিনদিন ব্যাপী অনুষ্ঠানের মাধ্যমে। ২০২৩ এর ৩১ মার্চ শুক্রবার ২০০০ আসন সংখ্যার এই কেন্দ্রে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানে থাকবেন নাট্যকার এবং পরিচালক ফিরোজ আব্বাস খান। তিনি শিল্পের নতুন দিক দর্শন করবেন এই দিন। এপ্রিলের এক তারিখ ২০২৩ সালে শনিবার এখানে প্রদর্শিত হবে দেশ বিদেশের ফ্যাশন ও শিল্পকলার। গোটা বিশ্বের নামী মানুষেরা উপস্থিত থাকবেন। এপ্রিলের ২ তারিখে থাকবে 'Sangam Confluence' একটি বিশেষ অনুষ্ঠান।
বাংলা খবর/ খবর/দেশ/
Nita Mukesh Ambani Cultural Centre: মুম্বইতে 'নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টার' খোলার ঘোষণা ইশা আম্বানির!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement