যমজ সন্তানদের নিয়ে বাড়ি ফিরলেন ইশা, খুশির হাওয়া আম্বানি পরিবারে

Last Updated:

মা হওয়ার পর প্রথমবার বাড়ি আসবে মেয়ে ৷ তাই সকাল থেকেই ছিল সাজো সাজো রব ৷

Photo Courtesy: Yogen Shah
Photo Courtesy: Yogen Shah
মুম্বই: আজ খুশির হাওয়া আম্বানি পরিবারে। সম্প্রতি যমজ সন্তানের মা হয়েছেন আম্বানি কন্যা। শনিবার দুই সন্তানকে নিয়ে মুম্বই ফিরেছেন ইশা আম্বানি । নবজাতকদের সঙ্গে দম্পতিকে তাঁদের বাসভবনে স্বাগত জানান মুকেশ ও নীতা আম্বানি ৷ আম্বানি কন্যার যমজ ছেলে এবং মেয়ের এদিনই প্রথম ঝলক দেখা গেল ৷
মা হওয়ার পর প্রথমবার বাড়ি আসবে মেয়ে ৷ তাই সকাল থেকেই ছিল সাজো সাজো রব ৷ শেষপর্যন্ত অপেক্ষার অবসান ৷ যমজ সন্তানদের নিয়ে ইশা আম্বানি তাঁদের বাসভবনে ঢুকতেই একেবারে হই হই কাণ্ড ৷ বড়দিনের ঠিক আগে মেয়ে বাড়ি ফিরতেই  এখন উৎসবের মেজাজ আম্বানি পরিবারে ৷
advertisement
ইশাকে ওয়েলকাম জানাতে এদিন দারুণভাবে সাজানো হয়েছিল বাড়ি ৷ গত ১৯ নভেম্বর যমজ সন্তানের জন্ম দিয়েছেন ইশা মার্কিন যুক্তরাষ্ট্রে ৷ তার এক মাসের কিছুদিন পর বাড়ি ফিরলেন ইশা আম্বানি ৷
advertisement
ভিডিওতে মুকেশ এবং নীতা আম্বানির ছেলে অনন্ত আম্বানি এবং আকাশ আম্বানি- সহ পরিবারের আরও বেশ কয়েকজন সদস্যদের দেখা গিয়েছে। মুকেশ আম্বানি নিজে মেয়ে ও জামাইকে আনতে গিয়েছিলেন। এদিন বাসভবন ফুল এবং মূর্তি দিয়ে সুন্দরভাবে সাজানো হয়েছিল।
বাংলা খবর/ খবর/দেশ/
যমজ সন্তানদের নিয়ে বাড়ি ফিরলেন ইশা, খুশির হাওয়া আম্বানি পরিবারে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement