১৬ বছরের অনশন ভেঙে, রাজনীতিতে পা দেবেন মণিপুরের শর্মিলা

Last Updated:

মণিপুর থেকে সশস্ত্র বাহিনীর বিসেষ ক্ষমতা আফস্পার বিরুদ্ধে তাঁর প্রতিবাদের রূপ ছিল দীর্ঘ অনশন ৷

#ইম্ফল: মণিপুর থেকে সশস্ত্র বাহিনীর বিসেষ ক্ষমতা আফস্পার বিরুদ্ধে তাঁর প্রতিবাদের রূপ ছিল দীর্ঘ অনশন ৷ প্রায় ১৬ বছর পার করে অনশন ভাঙতে চলেছেন ইরম চানু শর্মিলা ৷ ৯ অগস্ট শুধু ভাঙবেন নয়, মণিপুরের বিধানসভা নির্বাচনে প্রার্থীও হবেন তিনি ৷ একথা সংবাদ মাধ্যমকে নিজে মুখেই জানিয়েছেন শর্মিলা ৷
সালটা ২০০০ ৷ মণিপুরের জঙ্গি কবলিত এলাকায় সেনাদের টহলদারি ৷ তবে তা শুধুই টহলদারি নয় ৷ আইনের দায়িত্ব কাঁধে নিয়ে সেনারা নির্মম অত্যাচারও চালাত ৷ আর এই অত্যাচারে সেনার গুলিতে শুশুসহ মারা যায় প্রায় ১০ জন ৷ এরই প্রতিবাদে সে সময় মুখর হয়ে ওঠে গোটা মণিপুর ৷ গর্জে ওঠে শর্মিলার কণ্ঠ৷ প্রতিবাদে আমরণ অনশনের ডাক দেয় শর্মিলা ৷ মণিপুর প্রশাসন অবশ্য শর্মিলার এই অনশনে বাঁধাও দেয় ৷ জোর করে তাঁকে ভর্তি করা হয় নার্সিং হোমে ৷ নল ঢুকিয়ে খাওয়ানো হয় তাঁকে ৷ আদালতে আত্মহত্যার অভিযোগও দায়ের হয় ৷ আদালত অবশ্য এই অভিযোগে আমল দেন না ৷ শেষমেশ সেই নল খুলে ফেলেছেন শর্মিলা ৷ ৯ অগস্ট ১৬ বছরের অনশন ভাঙবেন শর্মিলা ৷ যোগ দেবেন রাজনীতিতে !
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
১৬ বছরের অনশন ভেঙে, রাজনীতিতে পা দেবেন মণিপুরের শর্মিলা
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement