#নয়াদিল্লি: যাত্রীদের জন্য ফের নতুন পরিষেবা নিয়ে হাজির ভারতীয় রেল ৷ তৎকাল কোটায় টিকিট বুক করে এবার থেকে পরে টাকা দিতে পারবেন যাত্রীদরা ৷ বুধবার এমনটাই জানানো হয়েছে রেলের তরফে ৷ IRCTC ওয়েবসাইটে গিয়ে তৎকাল টিকিট কাটলে এই সুযোগ পাবেন যাত্রীরা ৷
এখন পর্যন্ত কেবল রিজার্ভেশনের ক্ষেত্রে এই পরিষেবা পেতেন যাত্রীরা ৷ তৎকালের ক্ষেত্রে আগে টাকা দিতে হত পেমেন্ট গেটওয়ের মাধ্যমে তারপর IRCTC পোর্টালের তরফে টিকিট কনফার্মড করা হত ৷
তবে এবার থেকে ক্যাশ, ডেবিট বা ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন ৷ IRCTC পোর্টালটির ‘pay-on-delivery’ অপশন সিলেক্ট করে গন্তব্য ও অন্যন্য তথ্য দিয়ে দিলে আপনার বাড়িতে পৌঁছে যাবে টিকিট ৷ সেই সময় টাকা দিলেই হবে ৷
প্রত্যেকদিন ১৩০,০০০ তৎকাল লেনদেন হয়ে থাকে ৷ এর মধ্যে বেশিরভাগ কোটা খোলার সঙ্গে সঙ্গে বিক্রি হয়ে যায় ৷ কিন্তু অনেক ক্ষেত্রে টাকা ডেবিট হয়ে যায় কিন্তু টিকিট বুক হয়না বিভিন্ন কারণে ৷ টাকা রিফান্ড হতে প্রায় ৭ থেকে ১৫ দিন সময় লেগে যায় ৷ পাশাপাশি এই উদ্যোগ মানুষকে অনলাইনে টিকিট কাটতে আরও উৎসাহী করবে ৷
এর জন্য কী করতে হবে দেখে নিন-
পে অন ডেলিভারি অপশনে গিয়ে টিকিট বুক করুন ৷ সঙ্গে সঙ্গে আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে SMS বা email পৌঁছে যাবে কনফারমেশন ৷
পে অন ডেলিভারি অপশনে আপনার বাড়ি পৌঁছে যাবে টিকিট ৷ হাতে টিকিট পেয়ে ক্যাশ বা ডেবিট বা ক্রেডিট কার্ডের মাধ্যমে ‘অন দ্য স্পট পেমেন্ট’ করুন।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bengali News, IRCTC, IRCTC launches book now and pay later scheme, Pay later scheme for tatkal ticket, Tatkal ticket, Tatkal Ticket Booking