Iphone Delivery: অর্ডার করার ১০ মিনিটের মধ্যেই iPhone 15 ডেলিভারি, Blinkit-এর এই পরিষেবার খবর জানেন তো?
- Published by:Salmali Das
- trending desk
Last Updated:
Iphone Delivery: শুক্রবার সকাল থেকে আগ্রহী ক্রেতাদের সর্বশেষ ফ্ল্যাগশিপ মডেলগুলো কেনার জন্য খুচরো স্টোর, Apple BKC মুম্বই বা Apple Saket স্টোরের বাইরে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে৷
কলকাতাঃ ২২ সেপ্টেম্বর থেকে ভারতে iPhone 15 সিরিজের ডেলিভারি শুরু হয়েছে৷ শুক্রবার সকাল থেকে আগ্রহী ক্রেতাদের সর্বশেষ ফ্ল্যাগশিপ মডেলগুলো কেনার জন্য খুচরো স্টোর, Apple BKC মুম্বই বা Apple Saket স্টোরের বাইরে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে৷ এর মধ্যেই তাৎক্ষণিক পণ্য বিতরণ অ্যাপ প্ল্যাটফর্ম Blinkit ক্রেতাদের জন্য কয়েক মিনিটে সর্বশেষ iPhone 15 সিরিজ কেনা সহজ করে তুলছে। পরিষেবাটি অফার করার জন্য সংস্থাটি অ্যাপল প্রিমিয়াম রিসেলার ইউনিকর্নের সঙ্গে অংশীদারিত্ব করেছে। কিন্তু, এই iPhone 15 ডেলিভারির পরিষেবা বর্তমানে শুধুমাত্র সীমিত শহরগুলিতে দেওয়া হচ্ছে।
আরও পড়ুনঃ এ কী বিপদ; আইফোন নিয়ে বিশেষ সতর্কতা জারি ভারত সরকারের, তালিকায় রয়েছে অ্যাপলের আরও প্রোডাক্ট
Blinkit-এর প্রতিষ্ঠাতা অলবিন্দর ধিনসা শুক্রবার এক্স হ্যান্ডেলের মাধ্যমে iPhone 15 সিরিজ ডেলিভারি পরিষেবা অফার করার জন্য Apple পণ্য রিসেলার Unicorn-এর সঙ্গে ফার্মের অংশীদারিত্বের আনুষ্ঠানিক ঘোষণা করেছেন। সেই অনুযায়ী সর্বশেষ আইফোন ১৫ সিরিজের মডেলগুলি মাত্র ১০ মিনিটের মধ্যে গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়া হবে। উল্লেখযোগ্যভাবে পরিষেবাটি বর্তমানে শুধুমাত্র দিল্লি এনসিআর, মুম্বই এবং পুণে ক্রেতাদের জন্য দেওয়া হচ্ছে। তাছাড়া, Blinkit-এর ইউজাররা ৫০০০ টাকা পর্যন্ত তাঞক্ষণিক ক্যাশব্যাকও পেতে পারেন HDFC ব্যাঙ্ক কার্ড ব্যবহার করে পেমেন্ট করলে। ফার্মটি ক্রেতাদের জন্য EasyEMI বিকল্পও অফার করছে।
advertisement
advertisement
গ্রাহকরা iOS এবং Android-এর মাধ্যমে Blinkit অ্যাপে যেতে পারেন এবং iPhone 15 বা iPhone 15 Plus-এর অর্ডার দিতে পারে। Apple ১২ সেপ্টেম্বর তার ‘Wonderlust’ ইভেন্টে iPhone 15, iPhone 15 Plus, iPhone 15 Pro এবং iPhone 15 Pro Max লঞ্চ করেছে৷ ফোনগুলি ২২ সেপ্টেম্বর থেকে ভারতে বিক্রি হচ্ছে৷ iPhone 15-এর দাম শুরু হচ্ছে ৭৯,৯০০ টাকা থেকে৷ iPhone 15 Plus, iPhone 15 Pro এবং iPhone 15 Pro Max বিক্রি হচ্ছে ৮৯,৯০০ টাকা ১,৩৯,৯০০ টাকা এবং যথাক্রমে ১,৫৯,৯০০ টাকায়।
advertisement
iPhone 15 এবং iPhone 15 Plus ১২৮ জিবি, ২৫৬ জিবি এবং ৫১২ জিবি স্টোরেজ বিকল্পে পাওয়া যাচ্ছে। এটি ৫টি রঙ যেমন – কালো, নীল, সবুজ, গোলাপি এবং হলুদে উপলব্ধ। অন্য দিকে, প্রো মডেলগুলি কালো টাইটানিয়াম, ব্লু টাইটানিয়াম, ন্যাচারাল টাইটানিয়াম এবং সাদা টাইটানিয়াম রঙের বিকল্পগুলিতে উপলব্ধ।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 26, 2023 8:51 PM IST