হোম /খবর /দেশ /
আইএনএক্স মিডিয়া মামলায় সিবিআইয়ের চার্জশিটে চিদাম্বরম ও তাঁর ছেলের নাম

আইএনএক্স মিডিয়া মামলায় সিবিআইয়ের চার্জশিটে চিদাম্বরম ও তাঁর ছেলের নাম

  • Last Updated :
  • Share this:

    #নয়াদিল্লি: আইএনএক্স মিডিয়া মামলায় চার্জশিট জমা দিল সিবিআই ৷ চার্জশিটে মোট ১৪ জনের নাম রয়েছে ৷ শুক্রবার, প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরমের বিরুদ্ধে চার্জশিট পেশ করল সিবিআই ৷ চিদম্বরমের পাশাপাশি চার্জশিটে নাম রয়েছে তাঁর ছেলে কার্তিরও ৷ প্রাক্তন মিডিয়া ব্যারন এবং শিনা বরা হত্যাকাণ্ডে অন্যতম মূল অভিযুক্ত ইন্দ্রাণী মুখোপাধ্যায়ের নামও রয়েছে চার্জশিটে ৷

    বৃহস্পতিবার দিল্লির আদালতের বিশেষ বিচারক অজয় কুমার কুহার চিদম্বরমকে জেরার অনুমতি দেয় ইডি-কে৷ একই সঙ্গে ইডি হেফাজতে চিদম্বরমকে বাড়ির তৈরি রান্না, পশ্চিমী টলেট ও ওষুধ খাওয়ারও অনুমতি দেন বিচারক ৷ ৭৪ বছরের প্রবীণ কংগ্রেস নেতাকে ১৪ দিনের হেফাজতে চেয়েছিল ইডি৷

    সিবিআই মামলায় চিদম্বরমকে ২৪ অক্টোবর পর্যন্ত বিচারবিভাগীয় হেফাজতেরও নির্দেশ দিয়েছে আদালত ৷

    আরও দেখুন-

    First published:

    Tags: CBI, P Chidambaram