#নয়াদিল্লি: আইএনএক্স মিডিয়া মামলায় চার্জশিট জমা দিল সিবিআই ৷ চার্জশিটে মোট ১৪ জনের নাম রয়েছে ৷ শুক্রবার, প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরমের বিরুদ্ধে চার্জশিট পেশ করল সিবিআই ৷ চিদম্বরমের পাশাপাশি চার্জশিটে নাম রয়েছে তাঁর ছেলে কার্তিরও ৷ প্রাক্তন মিডিয়া ব্যারন এবং শিনা বরা হত্যাকাণ্ডে অন্যতম মূল অভিযুক্ত ইন্দ্রাণী মুখোপাধ্যায়ের নামও রয়েছে চার্জশিটে ৷
INX media case: Central Bureau of Investigation(CBI)'s chargesheet brought to a Delhi Court, earlier today. Senior Congress leader P Chidambaram and his son Karti Chidambaram among those named. pic.twitter.com/hQnvFa3Zxz
— ANI (@ANI) October 18, 2019
বৃহস্পতিবার দিল্লির আদালতের বিশেষ বিচারক অজয় কুমার কুহার চিদম্বরমকে জেরার অনুমতি দেয় ইডি-কে৷ একই সঙ্গে ইডি হেফাজতে চিদম্বরমকে বাড়ির তৈরি রান্না, পশ্চিমী টলেট ও ওষুধ খাওয়ারও অনুমতি দেন বিচারক ৷ ৭৪ বছরের প্রবীণ কংগ্রেস নেতাকে ১৪ দিনের হেফাজতে চেয়েছিল ইডি৷
সিবিআই মামলায় চিদম্বরমকে ২৪ অক্টোবর পর্যন্ত বিচারবিভাগীয় হেফাজতেরও নির্দেশ দিয়েছে আদালত ৷
আরও দেখুন-
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: CBI, P Chidambaram