রাজ্যে সব জেলাতেই চালু হয়ে গেল ইন্টারনেট
- Published by:Arindam Gupta
- news18 bangla
Last Updated:
বৃহস্পতিবার থেকেই ধীরে ধীরে কয়েকটি জেলায় চালু হয় ইন্টারনেট৷ শুক্রবার আরও কয়েকটি জেলায় চালু হল ইন্টারনেট পরিষেবা৷
#কলকাতা: নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে গত রবিবার দুপুর থেকে রাজ্যের একাধিক জেলায় বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট পরিষেবা৷ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হওয়ায় নবান্নের নির্দেশে ফের কয়েকটি জেলায় ইন্টারনেট চালু করার সিদ্ধান্ত নিল প্রশাসন৷ যার নির্যাস, সব জেলাতেই ইন্টারনেট চালু হয়ে গেল সন্ধে থেকেই৷
বৃহস্পতিবার থেকেই ধীরে ধীরে কয়েকটি জেলায় চালু হয় ইন্টারনেট৷ শুক্রবার আরও কয়েকটি জেলায় চালু হল ইন্টারনেট পরিষেবা৷ আধিকারিকরা জানিয়েছেন, পশ্চিমবঙ্গের জেলা থেকে হিংসার কোনও বড় ঘটনার খবর পাওয়া যায়নি। ফলে স্বাভাবিক অবস্থার দিকে নজর রেখে ইন্টারনেট পরিষেবা পুনরায় চালু করা হয়েছে।
প্রথমে মুর্শিদাবাদ, মালদহ ও উত্তর দিনাজপুরের সমস্যা বিধ্বস্ত অঞ্চলে ইন্টারনেট পরিষেবা আংশিকভাবে চালু করা হয়। উত্তর ২৪ পরগনার বসিরহাট, হাওড়া, বারাসত, দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়েও পরিষেবা চালু হয়েছে।
advertisement
advertisement
মুর্শিদাবাদ, মালদহ, হাওড়া, দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর-ক্যানিংয়ে ও উত্তর ২৪ পরগণার বারাসত,বসিরহাটে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার কথা জানানো হয়৷ বহিরাগতদের বিরুদ্ধে সাম্প্রদায়িক উস্কানির ও অশান্তি ছড়াতে মদত দেওয়ার অভিযোগ ৷ তাই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবেই ইন্টারনেট বন্ধের সিদ্ধান্ত নেয় প্রশাসন৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 20, 2019 10:36 PM IST