#আগরতলা: ইন্টারনেট নাকি ভারতে নতুন নয় ৷ মহাভারতের যুগেও ছিল ইন্টারনেট ৷ সম্প্রতি এমনই দাবি জানিয়েছেন ত্রিপুরার নয়া মুখ্যমন্ত্রী বিপ্লব দেব ৷ এর আগেও একাধিকবার বিজেপি নেতাদের তরফে করা এমন আজব দাবির জেরে অস্বস্তিতে পড়তে হয়েছে দলকে ৷ এই লিস্টে এবার যোগ হল নতুন নাম, বিপ্লব দেব ৷ আগরতলায় সোমবার একটি অনুষ্ঠানে তিনি জানান যে মহাভারতের যুগ থেকেই ইন্টারনেটের প্রয়োগ হয়ে আসছে ৷
তিনি জানান, ‘ধৃতরাষ্ট্র কুরক্ষেত্র থেকে অনেক দূরে থেকেও সঞ্জয়ের থেকে সমস্ত তথ্য পেতেন ৷ এ সবই সম্ভব হয়েছিল ইন্টারনেট ও স্যাটেলাইটের সাহায্যে ৷ কী করে সঞ্জয় কুরুক্ষেত্রের যুদ্ধ দেখলেন, অন্ধ ধৃতরাষ্ট্রের কাছে যুদ্ধের দৃশ্যের বর্ণনা করতে পারলেন? ’
দীর্ঘ বাম শাসনের অবসানের পর ত্রিপুরার মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছিলেন বিপ্লব দেব ৷ এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ডিজিটাল ইন্ডিয়া গড়ে তোলার প্রয়াসকে স্বাগত জানিয়েছেন তিনি ৷ সেই সময়ই এমন আজব দাবি করে বসেন তিনি ৷
এটাই প্রথম নয় ৷ এর আগে গুজরাতের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি মিসাইল ও রকেটের তুলনা ভগবান রামের তিরের সঙ্গে তুলনা করেছেন ৷ শুধু তাই নয় ডারউইনের তত্ত্ব মিথ্যে বলেও চাঞ্চল্যকর দাবি করা হয়েছিল ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Biplab Deb, Internet Not New to India, Internet services, Mahabharata, Tripura