নতুন নয়, মহাভারতের সময়েও ছিল ইন্টারনেট, চাঞ্চল্যকর দাবি ত্রিপুরার মুখ্যমন্ত্রীর

File photo of Tripura CM Biplab Kumar Deb.

File photo of Tripura CM Biplab Kumar Deb.

ইন্টারনেট নাকি ভারতে নতুন নয় ৷ মহাভারতের যুগেও ছিল ইন্টারনেট ৷ সম্প্রতি এমনই দাবি জানিয়েছেন ত্রিপুরার নয়া মুখ্যমন্ত্রী বিপ্লব দেব ৷

  • Last Updated :
  • Share this:

    #আগরতলা: ইন্টারনেট নাকি ভারতে নতুন নয় ৷ মহাভারতের যুগেও ছিল ইন্টারনেট ৷ সম্প্রতি এমনই দাবি জানিয়েছেন ত্রিপুরার নয়া মুখ্যমন্ত্রী বিপ্লব দেব ৷ এর আগেও একাধিকবার বিজেপি নেতাদের তরফে করা এমন আজব দাবির জেরে অস্বস্তিতে পড়তে হয়েছে দলকে ৷ এই লিস্টে এবার যোগ হল নতুন নাম, বিপ্লব দেব ৷ আগরতলায় সোমবার একটি অনুষ্ঠানে তিনি জানান যে মহাভারতের যুগ থেকেই ইন্টারনেটের প্রয়োগ হয়ে আসছে ৷

    তিনি জানান, ‘ধৃতরাষ্ট্র কুরক্ষেত্র থেকে অনেক দূরে থেকেও সঞ্জয়ের থেকে সমস্ত তথ্য পেতেন ৷ এ সবই সম্ভব হয়েছিল ইন্টারনেট ও স্যাটেলাইটের সাহায্যে ৷ কী করে সঞ্জয় কুরুক্ষেত্রের যুদ্ধ দেখলেন, অন্ধ ধৃতরাষ্ট্রের কাছে যুদ্ধের দৃশ্যের বর্ণনা করতে পারলেন? ’

    দীর্ঘ বাম শাসনের অবসানের পর ত্রিপুরার মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছিলেন বিপ্লব দেব ৷ এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ডিজিটাল ইন্ডিয়া গড়ে তোলার প্রয়াসকে স্বাগত জানিয়েছেন তিনি ৷ সেই সময়ই এমন আজব দাবি করে বসেন তিনি ৷

    এটাই প্রথম নয় ৷ এর আগে গুজরাতের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি মিসাইল ও রকেটের তুলনা ভগবান রামের তিরের সঙ্গে তুলনা করেছেন ৷ শুধু তাই নয় ডারউইনের তত্ত্ব মিথ্যে বলেও চাঞ্চল্যকর দাবি করা হয়েছিল ৷

    First published:

    Tags: Biplab Deb, Internet Not New to India, Internet services, Mahabharata, Tripura