যোগ কোনও ধার্মিক কর্মকাণ্ড নয়: নরেন্দ্র মোদি

দ্বিতীয় আন্তর্জাতিক যোগ দিবসে যোগ দিয়ে দেশবাসীর কাছে এই বার্তাই রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ যোগা দিবস পালনে কোনও ধর্মীয় রঙ লাগতে দিতে নারাজ প্রধানমন্ত্রী সমস্ত জাতি-ধর্ম নির্বিশেষে দেশবাসীর কাছেই যোগাকে আত্মস্থ করার আবেদন করলেন ৷

আরও পড়ুন...
  • Last Updated :
  • Share this:

     #চণ্ডীগড়: দ্বিতীয় আন্তর্জাতিক যোগ দিবসে যোগ দিয়ে দেশবাসীর কাছে এই বার্তাই রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ যোগা দিবস পালনে কোনও ধর্মীয় রঙ লাগতে দিতে নারাজ প্রধানমন্ত্রী সমস্ত জাতি-ধর্ম নির্বিশেষে দেশবাসীর কাছেই যোগাকে আত্মস্থ করার আবেদন করলেন ৷

    মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী চণ্ডীগড়ের ক্যাপিট্যাল কমপ্লেক্সে দ্বিতীয় আন্তর্জাতিক যোগদিবসে সূচনা করে জনসাধারণের উদ্দেশ্যে বলেন, ‘সুস্থ শরীর ও মন পেতে যোগাকে নিজেদের দৈনন্দিন জীবনের অঙ্গ করে নিন ৷ মোবাইলের মতো যোগকে আত্মস্থ করুন ৷’

    ২১ জুন, মঙ্গলবার সকাল থেকেই গোটা দেশ তথা বিশ্ব জুড়ে পালন করা হচ্ছে আন্তর্জাতিক যোগা দিবস ৷ যোগা দিবস উপলক্ষে চণ্ডীগড়ে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন প্রায় ৩০ হাজার মানুষ ৷ যোগা করতে সাধারণের পাশাপাশি এই অনুষ্ঠানে হাজির ছিলেন বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিরা।

    সাধারণের মধ্যে যোগা নিয়ে উৎসাহ দেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ‘যোগাকে সমর্থন করেছেন সমাজের প্রতিটি মানুষ ৷ যোগ নিয়ে বিশ্ববাসীর উৎসাহ দেখার মত ৷’ যোগার জন্ম এই ভারতেই সেই কথাও ফিরে আসে প্রধানমন্ত্রীর বক্তব্যে ৷

    একইসঙ্গে তিনি জনসাধারণের কাছে আবেদন করেন, শুধু এদিনের জন্য নয়, প্রতিদিনের রুটিনে যেন যোগাকে গ্রহণ করা হয় ৷ তিনি বলেন, ‘যোগাসনে সুস্থ থাকে শরীর ও মন ৷ উন্নয়ন ও উন্নয়নশীল সব দেশেই যোগের কদর ৷ দেশ থেকে ডায়াবেটিস দূর করতে হবে ৷ যোগের মাধ্যমে ডায়াবেটিস দূর করা সম্ভব ৷’

    সোমবারই যোগা দিবস উপলক্ষে সূর্য নমস্কারের ছবি দেওয়া ডাকটিকিট প্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ যোগ নিয়ে ভালো কাজ করার জন্য পরের বছর থেকে জোড়া পুরস্কারের ঘোষণা করেন নরেন্দ্র মোদি। দেশে এবং আন্তর্জাতিক ক্ষেত্রে যোগ নিয়ে ভালো কাজের জন্য পরের বছর থেকে অন্তরাষ্ট্রীয় যোগ ও রাষ্ট্রীয় যোগ পুরস্কার নামে দুটি পুরস্কার দেবে নরেন্দ্র মোদি সরকার।

    এদিন রাইসিনা হিলসে ড্রাম বাজিয়ে যোগ দিবস অনুষ্ঠানের সূচনা করেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। পশ্চিমবঙ্গের রাজ্যপাল রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীও যোগা দিবস উপলক্ষে বার্তা দেন ৷ ধর্মতলায় যোগ দিবসের অনুষ্ঠানে যোগ দেন রাজ্যপাল ও কেন্দ্রীয় কৃষিমন্ত্রী রাধামোহন সিং ৷

    ২০১৪ সালের ২১ জুন দিনটিকে আন্তর্জাতিক যোগ দিবস হিসাবে স্বীকৃতি দেয়ে রাষ্ট্রপুঞ্জ। আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এদিন সেজে উঠেছে নিউ ইয়র্কে রাষ্ট্রপুঞ্জের সদর দফতরও।

    First published:

    Tags: 30 days of yoga, International Yoga Day, International yoga day 2016, National yoga day, PM Narendra Modi, Yoga, Yoga Day, Yoga day 2016