অগাস্টে শুরু হতে পারে আন্তর্জাতিক বিমান পরিষেবা

Last Updated:

গত ২৫ মে ডোমেস্টিক বিমান পরিষেবা চালু করার নির্দেশ দেয় কেন্দ্র৷ ক্যাপাসিটি কমিয়ে পরিষেবা এক তৃতীয়াংশ করা হয়৷ এই একই ফর্মুলা আন্তর্জাতিক বিমান পরিষেবার ক্ষেত্রেও কার্যকর করা হতে পারে বলে সূত্রের খবর৷

#নয়াদিল্লি: আন্তর্জাতিক বিমান পরিষেবা বন্ধ রাখার মেয়াদ বাড়িয়ে ৩১ জুলাই পর্যন্ত করার কথা সম্প্রতি ঘোষণা করেছে ডিজিসিএ৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের আনলক ২ গাইডলাইন মেনে আন্তর্জাতিক বিমান পরিষেবা ১৫ অগাস্ট পর্যন্ত বন্ধ থাকতে পারে, এমনই মনে করেছিল সংশ্লিষ্ট মহল৷ তার পরেই সম্প্রতি ডিজিসিএ নোটিফিকেশন জারি করে ৩১ জুলাই পর্যন্ত পরিষেবা বন্ধের কথা ঘোষণা করেছে৷
অন্যদিকে, বন্দে ভারত মিশনের চতুর্থ পর্যায় চলছে৷ তার মেয়াদও ৩১ জুলাই শেষ হওয়ার কথা৷ এর ফলে দুটি সম্ভাবনা তৈরি হচ্ছে৷ প্রথমত, হয় বন্দে ভারত মিশনের সময়সীমা আরও বাড়াতে পারে পঞ্চম পর্যায় পর্যন্ত৷ না হলে ঘরোয়া বা ডোমেস্টিক বিমান পরিষেবার মডেলে অগাস্টে আন্তর্জাতিক বিমান পরিষেবাও শুরুতে ছাড়পত্র দিতে পারে কেন্দ্র৷
গত ২৫ মে ডোমেস্টিক বিমান পরিষেবা চালু করার নির্দেশ দেয় কেন্দ্র৷ ক্যাপাসিটি কমিয়ে পরিষেবা এক তৃতীয়াংশ করা হয়৷ এই একই ফর্মুলা আন্তর্জাতিক বিমান পরিষেবার ক্ষেত্রেও কার্যকর করা হতে পারে বলে সূত্রের খবর৷ জুলাই মাসের শেষে ডোমেস্টিক বিমান পরিষেবাতেও ক্যাপাসিটি ৪৫ থেকে বাড়িয়ে ৬০ শতাংশ করা হতে পারে৷
advertisement
advertisement
গত ২৩ মার্চ থেকে আন্তর্জাতিক বিমান পরিষেবা বন্ধ রয়েছে ভারতে৷ অগাস্টের প্রথম সপ্তাহে আন্তর্জাতিক বিমান পরিষেবা চালু হওয়ার সম্ভাবনা প্রবল৷
বাংলা খবর/ খবর/দেশ/
অগাস্টে শুরু হতে পারে আন্তর্জাতিক বিমান পরিষেবা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement