কার্তি চিদম্বরমের অন্তর্বতী জামিন মঞ্জুর করল দিল্লি হাইকোর্ট
Last Updated:
সাময়িক স্বস্তি ৷ আইএনএক্স মিডিয়ার আর্থিক দুর্নীতিতে অভিযুক্ত কার্তি চিদম্বরমকে অন্তর্বতী জামিন মঞ্জুর করল দিল্লি হাইকোর্ট৷ শুক্রবার দিল্লি হাইকোর্টের বিচারপতি জানিয়েছেন, পরবর্তী শুনানি অবধি কংগ্রেস নেতা পি চিদম্বরমের ছেলে কার্তি চিদম্বরমকে গ্রেফতার করতে পারবে না ইডি ৷
#নয়াদিল্লি: সাময়িক স্বস্তি ৷ আইএনএক্স মিডিয়ার আর্থিক দুর্নীতিতে অভিযুক্ত কার্তি চিদম্বরমকে অন্তর্বতী জামিন মঞ্জুর করল দিল্লি হাইকোর্ট৷
শুক্রবার দিল্লি হাইকোর্টের বিচারপতি জানিয়েছেন, পরবর্তী শুনানি অবধি কংগ্রেস নেতা পি চিদম্বরমের ছেলে কার্তি চিদম্বরমকে গ্রেফতার করতে পারবে না ইডি ৷ দিল্লি হাইকোর্টে এই মামলার পরবর্তী শুনানি হতে চলেছে ২০মার্চ ৷
আইএনএক্স মিডিয়ার টাকা নয়ছয়ে অভিযুক্ত কার্তি চিদম্বরমকে সমন পাঠায় ইডি ৷ সেই সমনের বিরুদ্ধেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় কার্তি ৷ যদিও সুপ্রিম কোর্ট সেই আর্জি খারিজ করে সম্পূর্ণ বিষয়টি দিল্লি হাইকোর্টে স্থানান্তরিত করে ৷
advertisement
advertisement
দিল্লি হাইকোর্টের বিচারপতি এস রবীন্দ্র ভাট স্পষ্টভাবে জানিয়েছেন, আর্থিক দুর্নীতিতে অভিযুক্ত চিদম্বরমকে গ্রেফতার করা যাবে না ৷ তবে, চিদম্বরকে ইডিকে তদন্তে সমস্ত সহযোগিতা করার নির্দেশ দিয়েছে দিল্লি আদালত ৷ পাশাপাশি তদন্ত চলাকালিন কার্তি চিদম্বরমকে দেশ ছেড়ে না যাওয়ারও নির্দেশ দিয়েছে আদালত৷
আইএনএক্স আর্থিক তছরূপ মামলায় প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরমের ছেলে কার্তি চিদম্বরমকে গ্রেফতার করেছে সিবিআই। ২০০৭ সালে ফরেন ইনভেস্টমেন্ট প্রোমোশন বোর্ড বা এফআইপিবি-র নিয়ম ভাঙায় আইএনএক্স মিডিয়ার বিরুদ্ধে কর সংক্রান্ত তদন্ত চলছিলই। অভিযোগ ওঠে, বাবা পি চিদম্বরম কেন্দ্রীয় অর্থমন্ত্রী হওয়ার সুবাদে এই তদন্তের ওপর প্রভাব খাটান ছেলে কার্তি চিদম্বরম। গত বছর মে মাসে কার্তির বিরুদ্ধে এফআইআর দায়ের হয়।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 09, 2018 4:50 PM IST