স্বল্প সঞ্চয়ে কমছে সুদের হার , PPF-এ সুদের হার কমল ০.১ শতাংশ

Last Updated:

নতুন অর্থবর্ষ শুরুর আগেই ধাক্কা ৷ স্বল্প সঞ্চয়ে সুদের হার কমিয়ে দিল কেন্দ্র ৷

#নয়াদিল্লি: নতুন অর্থবর্ষ শুরুর আগেই ধাক্কা ৷ স্বল্প সঞ্চয়ে সুদের হার কমিয়ে দিল কেন্দ্র ৷ দেশের মধ্যবিত্ত নাগরিকদের সঞ্চয়ে বড়সড় প্রভাব ফেলতে চলেছে অর্থমন্ত্রকের এই সিদ্ধান্ত ৷ফল আম-আদমির হাঁফফাঁস অবস্থা।
পিপিএফে সুদের হার ০.১ শতাংশ কমানোর কথা ঘোষণা করল কেন্দ্র ৷ পয়লা এপ্রিল অর্থাৎ শুক্রবার থেকেই এই নয়া সুদের হার লাগু হবে ৷ অর্থাৎ ১০০ টাকায় ১০ পয়সা হারে কমছে সুদ ৷ এতদিন ৮ শতাংশ সুদ মিলত প্রভিডেন্ট ফান্ডে ৷
নতুন আর্থিক বছর থেকেই স্বল্পসঞ্চয় প্রকল্পগুলি থেকে হাতে আসবে কম টাকা। পাবলিক প্রভিডেন্ট ফান্ড সহ একাধিক স্বল্পসঞ্চয় প্রকল্পে সুদ কমানোর ঘোষণা কেন্দ্রের। অর্থমন্ত্রকের দাবি, মাত্র ০.১ শতাংশ সুদ কমায় খুব একটা চাপ পড়বে না আম-আদমির। তবে বাস্তবটা হল ২০১৪ থেকে এনিয়ে ৪ বার সুদ কমল স্বল্পসঞ্চয় প্রকল্পে। এতে আরও সংকটে পড়ল সুদের ওপর যে সব পরিবার নির্ভরশীল পরিবারগুলো।
advertisement
advertisement
শুধু পিপিএফ নয়, বাকি স্বল্প সঞ্চয় স্কিমেও সুদের হার কমছে ৷ অর্থমন্ত্রকের নয়া ঘোষণা অনুযায়ী, পাঁচ বছরের জাতীয় সঞ্চয় প্রকল্পে কমানো হচ্ছে সুদের হার ৷ একনজরে দেখে নিন কোন কোন স্বল্প সঞ্চয় প্রকল্পে কমানো হল সুদের হার,
সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে কমছে সুদের হার
ডাকঘরে মাসিক আয়ের সুদও কমানো হল
advertisement
সুকন্যা সমৃদ্ধি স্কিমে কমছে সুদের হার
কন্যা শিশুদের ভবিষ্যতের সুরক্ষার জন্য তৈরি সুকন্যা সমৃদ্ধি স্কিমে ও সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে বার্ষিক সুদের হার দাঁড়াল ৮.৫ শতাংশ ৷ এর আগে প্রবীণ নাগরিকদের সঞ্চয়ে ত্রৈমাসিক সুদ দেওয়া হত, নয়া নির্দেশ অনুযায়ী এবার ওই সুদ ১২ মাসে দেওয়া হবে ৷
নতুন সুদের হার,
advertisement
পাবলিক প্রভিডেন্ট ফান্ড (পিপিএফ) - ৭.৯ শতাংশ
কিষাণ বিকাশ পত্র ( কেভিপি) - ৭.৬ শতাংশ
সিনিয়র সিটিজেন প্রকল্প - ৮.৪ শতাংশ
ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট - ৭.৯ শতাংশ
কিষাণ বিকাশ পত্রে ৭.৬ শতাংশ সুদের হারে টাকা ম্যাচিওর হতে সময় লাগবে ১১২ মাস ৷ নয়া নির্দেশিকার পর টাকা দ্বিগুণ হতে অতিরিক্ত এক মাস সময় নেবে ৷
advertisement
সেভিংস ডিপোজিটে বার্ষিক সুদ ৪ শতাংশ এবং এক থেকে পাঁচ বছর পর্যন্ত টার্ম ডিপোজিটে মিলবে ৭ থেকে ৭.৮ শতাংশ সুদ ৷ পাঁচবছরের রেকারিং ডিপোজিটে সুদের হার দাঁড়াল ৭.৩ শতাংশ ৷
সুদ কমছে সুকন্যা সমৃদ্ধি যোজনাতে। সুদ বাবদ আয় কমার পাশাপাশি স্টেট ব্যাঙ্কের নতুন নিয়মেও চাপে আম-আদমি। সেভিসং অ্যাকাউন্টে ন্যূনতম জমা না থাকলে বড় অঙ্কের জরিমানা গুণতে হবে এসবিআই গ্রাহকদের। গ্রামীণ ও শহরতলীর শাখাগুলিতেও চালু হচ্ছে এই নিয়ম।
advertisement
কেন্দ্রীয় অর্থমন্ত্রীর যুক্তি, ভারতে এখনও স্বল্পসঞ্চয়ের সুদ সবচেয়ে বেশি ৷
বাংলা খবর/ খবর/দেশ/
স্বল্প সঞ্চয়ে কমছে সুদের হার , PPF-এ সুদের হার কমল ০.১ শতাংশ
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement