সীমান্তের বেড়া নয়, এয়ারপোর্টের কাচ ভেঙে কলকাতায় ঢুকতে গেলেন বাংলাদেশি! তার পর কী হল?
- Published by:Tias Banerjee
Last Updated:
ভিসা ছাড়াই কোলকাতায় ঢোকার চেষ্টা! কাচ ভাঙতে গিয়ে ধৃত বাংলাদেশি যাত্রী, তৎপর নিরাপত্তা রক্ষীরা!
কলকাতা বিমানবন্দরে রীতিমতো চাঞ্চল্যকর ঘটনা। কাচের ব্যারিকেড ভেঙে ভারতীয় ভূখণ্ডে প্রবেশের চেষ্টা করলেন এক বাংলাদেশি নাগরিক। দ্রুত পদক্ষেপ নিয়ে তাকে আটক করল বিমানবন্দরের নিরাপত্তা বাহিনী।
ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুর নাগাদ। ধৃতের নাম মোহাম্মদ আশরাফুল, যিনি সিঙ্গাপুর থেকে ঢাকা ফেরার পথে কোলকাতা বিমানবন্দরে ট্রানজিটে ছিলেন। কিন্তু তাঁর কাছে ভারতীয় ভিসা ছিল না, তাই আন্তর্জাতিক ট্রানজিট জোনের মধ্যেই থাকার নির্দেশ ছিল।
advertisement
advertisement
কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল বিশেষভাবে ডিজাইন করা, যেখানে বিশেষ কাচের ব্যারিকেড থাকে, যা আন্তর্জাতিক ট্রানজিট যাত্রীদের যথাযথ অনুমতি ছাড়া ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করতে বাধা দেয়। তবে দুপুরে হঠাৎই আশরাফুল জোর করে সেই কাঁচের ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন। তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছায় সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (CISF)-এর জওয়ানরা। তাঁরা দ্রুত তাকে আটক করে।
advertisement

advertisement
কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল বিশেষভাবে ডিজাইন করা, যেখানে বিশেষ কাচের ব্যারিকেড থাকে, যা আন্তর্জাতিক ট্রানজিট যাত্রীদের যথাযথ অনুমতি ছাড়া ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করতে বাধা দেয়।
এই ঘটনায় আশরাফুল আঘাত পান, এবং তাঁকে বিমানবন্দরের মধ্যেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।কেন তিনি কোলকাতায় ঢোকার চেষ্টা করছিলেন, সে বিষয়ে কোনও স্পষ্ট ব্যাখ্যা মেলেনি। তার জবানবন্দি নিরাপত্তা কর্তাদের সন্দেহ বাড়িয়ে তোলে। তাই তাকে আরও জিজ্ঞাসাবাদের জন্য আটক রাখা হয়েছে।
advertisement
পুলিশ ও বিমানবন্দর কর্তৃপক্ষ এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে। এই ঘটনা ঘিরে বিমানবন্দরে নিরাপত্তা নিয়ে আরও একবার প্রশ্ন উঠেছে।
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 02, 2025 2:00 PM IST