সতর্কতা সত্ত্বেও গুরুদাসপুরের পর ফের পঞ্জাবে হামলা

Last Updated:

গুরদাসপুরের পর পাঠানকোট। লাগাতার জঙ্গিদের টার্গেটে পঞ্জাব। শনিবার ভোররাতে সেনার পোশাকে পাক মদতপুষ্ট জইশ-এ-মহম্মদ জঙ্গিরা হামলা চালাল পঞ্জাবের পাঠানকোটে। পাঠানকোটে বায়ুসেনার বিমানঘাঁটিতে শনিবার রাত সাড়ে তিনটে নাগাদ হামলা চালায় আত্মঘাতী জঙ্গিরা। শুরু হয় সেনা-জঙ্গির গুলির লড়াই।

#পাঠানকোট:  গুরদাসপুরের পর পাঠানকোট। লাগাতার জঙ্গিদের টার্গেটে পঞ্জাব। শনিবার ভোররাতে সেনার পোশাকে পাক মদতপুষ্ট জইশ-এ-মহম্মদ জঙ্গিরা হামলা চালাল পঞ্জাবের পাঠানকোটে।  পাঠানকোটে বায়ুসেনার বিমানঘাঁটিতে শনিবার রাত সাড়ে তিনটে নাগাদ হামলা চালায় আত্মঘাতী জঙ্গিরা। শুরু হয় সেনা-জঙ্গির গুলির লড়াই।
ঘড়িতে সময় তখন জানান দিচ্ছে রাত ৩.৩০৷ শীতকাল, ঘন কুয়াশায় ঢাকা পাঠানকোট এয়ারবেস। সেই সুযোগে  তিনদিক থেকে হামলা শুরু করে ৬ থেকে ৭ জন আত্মঘাতী জঙ্গি। শুরু হয় তুমুল গুলির লড়াই। গোটা এলাকা ঘিরে ফেলে সেনা এবং ন্যাশনাল সিকিউরিটি গার্ডের কম্যান্ডোরা। প্রায় ৬ ঘণ্টার অপারেশনে খতম করা হয় চার জঙ্গিকে। শহিদ হন তিন সেনা জওয়ান। বাকি জঙ্গিদের খোঁজে এখনও চলছে  চিরুণি তল্লাশি।
advertisement
দিনতিনেক আগে পাকিস্তানের বাহাওয়ালপুর থেকে কয়েকজন ভারতে অনুপ্রবেশ করে বলে খবর ছিল। দেশজুড়ে ছিল জঙ্গি হামলার হাই অ্যালার্টও।বৃহস্পতিবারই গুরদাসপুরের পুলিশ সুপার-সহ ৩ জন পুলিশকর্মীকে অপহরণ করে সেনার পোশাক পরা ৫ দুষ্কৃতী। বেধড়ক মারধর করে গাড়ি থেকে তাঁদের ফেলে পালায় দুষ্কৃতীরা। ঘটনার জেরে গুরুদাসপুর ও পাঠানকোটে হাই অ্যালার্ট জারি করা হয়। তারপরেও পাঠানকোট এয়ারবেসের জঙ্গিহানা কেন এড়ানো গেল না ? তা নিয়ে উঠছে প্রশ্ন  ।
advertisement
advertisement
অন্যদিকে সেনা সূত্রে খবর, সতর্কতা থাকার জন্য ঘাঁটির আসল জায়গায় পৌঁছতে পারেনি জঙ্গিরা ৷ জঙ্গি হামলা সত্ত্বেও অক্ষত আছে মিগ-২৯ সহ এয়ার বেসের বাকি সমস্ত গুরুত্বপূর্ণ বিমান৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
সতর্কতা সত্ত্বেও গুরুদাসপুরের পর ফের পঞ্জাবে হামলা
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement