#নয়াদিল্লি: লাদাখের গালওয়ান ভ্যালিতে রক্তারক্তির পরে চিনের সঙ্গে ভারতের সম্পর্ক এখন চরম খারাপ জায়গায়৷ ইতিমধ্যেই ভারতের ২০ জন জওয়ানকে হত্যা করেছে চিন৷ দেশের মানুষ ফুঁসছে চিনের বিরুদ্ধে৷ চিনা পণ্য বয়কট শুরু হয়েছে৷ এর মধ্যেই নতুন তথ্য পাওয়া গেল। চাইনিজ অ্যাপ ব্যবহার করা নিয়ে অনেকদিন ধরেই কথা হচ্ছিল। এবার সেই চাইনিজ অ্যাপে পড়া যাচ্ছে না ভারতের অনেক কিছুই।
চিন শুধু তাঁদের দেশের মানুষের মুখ বন্ধ করে রেখেছে এমন নয়। চিনের সোশ্যাল মিডিয়া অ্যাপ 'উইচ্যাট অ্যাপ দিলিট করে দিয়েছে ভারতের প্রধাণমন্ত্রী নরেন্দ্রমোদির বক্তব্য। ভারত-চিন নিয়ে নরেন্দ্রমোদির বক্তব্য দেখা যাচ্ছে না এই অ্যাপে। ট্যুইটারে আদিত্য রাজ কল এই বিষয়ে পোস্ট করার পর। সেই পোস্ট রিট্যুইট করেন অনেকেই। এমন তথ্যও সামনে আসছে, যে ভারতের কিছু বিষয় বাছাই করে চিনা প্ল্যাটফর্মে নিশিদ্ধ করা হচ্ছে। এমনকি কিছু চাইনিজ ফোনেও ভারত চিন সম্পর্কে প্রধানমন্ত্রীর বক্তব্য বা লাদাখ সীমান্তে ঘটা কোনও কিছুই পড়া বা দেখা যাচ্ছে না। ফোনগুলি রিড করছে না। এই ঘটনায় অনেকেই অশনি সংকেত দেখতে পাচ্ছেন।
There is real danger that selective information will be filtered through every Chinese platform.
Was shocked when I sent a recent video critical of China to a group of friends - two who had Chinese phones couldn't even view it. https://t.co/Bvtyj9D3rl — Manu Pubby (@manupubby) June 20, 2020
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Chinese mobile, India China, Twitter