• Home
 • »
 • News
 • »
 • national
 • »
 • গাড়ির ধাক্কায় ভাঙল বাড়ি, ইন্দৌরে নিহত ১০, আটকে বহু

গাড়ির ধাক্কায় ভাঙল বাড়ি, ইন্দৌরে নিহত ১০, আটকে বহু

Photo Credit: Twitter

Photo Credit: Twitter

শনিবার রাতে পুরনো চার তলা বাড়ি ভেঙে মৃত্যু হল ১০ জনের ৷ এখনও বহু মানুষের আটকে থাকার সম্ভাবনা ৷ গতকাল রাত ৯ টা ২০ নাগাদ ঘটনাটি ঘটে ইন্দোরের সারওয়াত এলাকায় ৷

 • Share this:

  #ইন্দোর: শনিবার রাতে পুরনো চার তলা বাড়ি ভেঙে মৃত্যু হল ১০ জনের ৷ এখনও বহু মানুষের আটকে থাকার সম্ভাবনা ৷ গতকাল রাত ৯ টা ২০ নাগাদ ঘটনাটি ঘটে ইন্দৌরের সারওয়াত এলাকায় ৷

  আরও পড়ুন: আজও সারা রাজ্যে ঝড়-বৃষ্টির পূর্বাভাস

  ইন্দৌরের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল হরিনারায়ণ মিশ্র জানিয়েছেন, একটি গাড়ি এসে আচমকাই ওই হোটেল বাড়িটিতে ধাক্কা মারে। বাড়িটি বেশ পুরনো হয়ে গিয়েছিল। ধাক্কা মারার পরই ভেঙে পড়ে সেটি। এখনও পর্যন্ত ১০ জনের মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে ৷

  এখনও চলছে উদ্ধারকাজ ৷ ছবি: টুইটার ৷ এখনও চলছে উদ্ধারকাজ ৷ ছবি: টুইটার ৷

  আরও পড়ুন: মহিলা চাকুরীজীবীদের জন্য সুখবর, মেয়াদ বাড়ল মাতৃত্বকালীন ছুটির

  গুরুতর আহত অবস্থায় তিনজনকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷ পুলিশ ও উদ্ধারকারী দল এখনও ধ্বংসস্তূপ সরানোর কাজ করছে ৷ ভিতরে আরও বেশ কয়েকজনের আটকে থাকার সম্ভাবনা রয়েছে বলে আশঙ্কা করছে পুলিশ ৷

  First published: