Mahua Moitra: বহিষ্কৃত হয়েছিলেন ইন্দিরাও, মহুয়ার মতোই অতীতে 'শাস্তি' পেয়েছেন আরও ১৬ সাংসদ
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
ভারতীয় গণতন্ত্রে সাংসদদের বহিষ্কার়ের উদাহরণ অবশ্য আরও বেশ কয়েকটি নাম রয়েছে৷ এমন কি, এই তালিকায় নাম রয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধিরও৷
নয়াদিল্লি: মহুয়া মৈত্রের বহিষ্কারের সঙ্গে অনেকেই ২০০৫ সালে ইউপিএ আমলে এগারো জন সাংসদকে বহিষ্কারের উদাহরণ টানছেন অনেকে৷ তবে ভারতীয় গণতন্ত্রে সাংসদদের বহিষ্কার়ের উদাহরণ অবশ্য আরও বেশ কয়েকটি নাম রয়েছে৷ এমন কি, এই তালিকায় নাম রয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধিরও৷
একনজরে দেখে নেওয়া যাক, মহুয়া মৈত্রের মতোই অতীতে আর কোন কোন সাংসদকে বহিষ্কার করা হয়েছে-
এইচ জি মুদগল
advertisement
ইতিহাস বলছে, ১৯৫১ সালে প্রথম বার বহিষ্কৃত হয়েছিলেন কংগ্রেস সাংসদ এইচ জি মুদগল৷ একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে ঘুষ নেওয়ার অভিযোগে বহিষ্কৃত করা হয় মুদগলকে৷
ইন্দিরা গান্ধি
মোরারজি দেশাই প্রধানমন্ত্রী থাকাকালীন ১৯৭৮ সালের ১৪ ডিসেম্বর বহিষ্কার করা হয় প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধিকে৷ সংসদে ইন্দিরাকে বহিষ্কারের প্রস্তাবও পেশ করেন তৎকালীন প্রধানমন্ক্রী মোরারজি দেশাই৷ এই প্রস্তাবের সমর্থনে ভোট পড়ে ২৭৯টি৷ বিপক্ষে ভোট পড়েছিল ১৩৮টি৷ সেই সময় পৃথিবীর কোনও গণতন্ত্রে ইন্দিরাই ছিলেন প্রথম প্রাক্তন প্রধানমন্ত্রী, যাঁকে স্বাধিকার ভঙ্গের অভিযোগে সংসদ থেকে বহিষ্কার করা হয়৷
advertisement
সুব্রহ্মণ্যম স্বামী
তৎকালীন জনসঙ্ঘের নেতা সুব্রহ্মণ্যম স্বামীকে ১৯৭৬ সালে জরুরি অবস্থা চলাকালীন অশোভন আচরণের জন্য রাজ্য সভা থেকে বহিষ্কার করা হয়৷
২০০৫-এর অর্থের বিনিময়ে প্রশ্ন কাণ্ড
২০০৫ সালে লোকসভার দশজন এবং রাজ্যসভার একজন সাংসদকে মহুয়া মৈত্রের মতোই অর্থের বিনিময়ে প্রশ্ন করার অভিযোগে বহিষ্কার করা হয়৷ তাঁদের মধ্যে ছিলেন লোকসভার সদস্য বিজেপি-র আন্নাসাহিদ এম কে পাটিল, ওয়াই জি মহাজন, সুরেশ চান্ডেল, প্রদীপ গান্ধি এবং চন্দ্রপ্রতাপ সিং৷ এ ছাড়াও বিএসপি-র নরেন্দ্র কুমার কুশওয়াহা, লাল চন্দ্র কোল, রাজারাম পাল৷ এ ছাড়াও আরজেডি-র মনোজ কুমার এবং কংগ্রেসের রামসেবক সিং এই তালিকায় ছিলেন৷ রাজ্যসভায় কংগ্রেসের সাংসদ ছত্রপাল সিং লোধাকেও ২০০৫ সালে একই অভিযোগে বহিষ্কার করা হয়৷
advertisement
বিজয় মাল্য
৯৪০০ কোটি টাকার ব্যাঙ্ক ঋণ খেলাপের অভিযোগে কর্ণাটক থেকে নির্বাচিত রাজ্যসভার সাংসদ বিজয় মাল্যকে বহিষ্কার করা হয়৷
রাহুল গান্ধি
মোদি পদবী নিয়ে অবমাননাকর মন্তব্যের অভিযোগে রাহুল গান্ধিকে দোষী সাব্যস্ত করে ২ বছরের কারাদণ্ডের নির্দেশ দেয় সুরাতের একটি নিম্ন আদালত৷ এর পরই তাঁকে লোকসভা থেকে বহিষ্কার করা হয়৷ যদিও সুপ্রিম কোর্ট নিম্ন আদালতের নির্দেশের উপরে স্থগিতাদেশ জারি করার পর সদস্যপদ ফিরে পান রাহুল৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 08, 2023 9:19 PM IST