Indigo Pilot Death: বিমানে ওঠার আগেই অচৈতন্য ! নাগপুর বিমানবন্দরের বোর্ডিং গেটেই মৃত্যু পাইলটের
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
বুধবার কাতার এয়ারওয়েজের এক বিমানচালকের হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই বৃহস্পতিবার মৃত্যু হল ইন্ডিগোর এক পাইলটের ৷
নাগপুর: ভারতে পরপর পাইলট মৃত্যুর ঘটনা ঘটল ৷ ডিউটি চলাকালীনই মৃত্যুর ঘটনা ঘটল ৷ বুধবার কাতার এয়ারওয়েজের এক বিমানচালকের হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই বৃহস্পতিবার মৃত্যু হল ইন্ডিগোর এক পাইলটের ৷
ডিজিসিএ-র পক্ষ থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার দুপুর ১টা-র সময় ইন্ডিগোর বিমানটি নাগপুর থেকে পুণে যাওয়ার কথা ছিল। কিন্তু বিমানে ওঠার কিছুক্ষণ আগে হঠাৎই অজ্ঞান হয়ে পড়েন চালক। ঘটনায় স্বভাবতই হইচই পড়ে যায় বিমানবন্দরে। পাইলটকে সঙ্গে সঙ্গেই চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় নাগপুরের একটি হাসপাতালে। তবে শেষরক্ষা হয়নি ৷ মৃত্যু হয় পাইলটের ৷
advertisement
advertisement
বিমানসংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, গত ২৭ ঘণ্টা ত্রিবান্দ্রম-পুণে এবং নাগপুরে মধ্যে টানা বিমান চালিয়েছিলেন ওই পাইলট। কিছুটা বিশ্রামের পর ফের নাগপুর-পুণেগামী বিমান চালানোর কথা ছিল তাঁর। কিন্তু তার আগেই বৃহস্পতিবার ঘটে যায় এই অপ্রীতিকর ঘটনা ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
August 18, 2023 9:04 AM IST