ইঞ্জিনে বিভ্রাট! বাতিল ৪৭টি ইন্ডিগো বিমান

Last Updated:

ইঞ্জিনে ত্রুটি৷ তাই উড়তে দেওয়া হল না ইন্ডিগো বিমানসংস্থার ৪৭টি বিমান৷ এছাড়াও গো এয়ার বিমানসংস্থার তিনটি বিমান বাতিল করা হয়েছে৷

#মুম্বই: ইঞ্জিনে ত্রুটি৷ তাই উড়তে দেওয়া হল না ইন্ডিগো বিমানসংস্থার ৪৭টি বিমান ৷ এছাড়াও গো এয়ার বিমানসংস্থার তিনটি বিমান বাতিল করা হয়েছে ৷ ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন(DGCA)-র পরীক্ষা নিরীক্ষার পরই বাতিল করা হয়েছে বিমানগুলি ৷
মঙ্গলবার ইন্ডিগো তাদের অফিসিয়াল ওয়েবসাইটে বিমান বাতিলের বিষয়টি জানিয়েছে ৷ তারা জানিয়েছে, ইঞ্জিনে বিভ্রাটের জেরে অন্তর্দেশীয় ৪৭টি বিমান বাতিল করা হয় ৷ এর জেরে বিপাকে পড়েছেন বিমান যাত্রীরা ৷ দিল্লি, মুম্বই, চেন্নাই, কলকাতা, হায়দরাবাদ, বেঙ্গালুরু, পাটনা, শ্রীনগর এবং গুয়াহাটি যাওয়ার একাধিক বিমান বাতিল করা হয়েছে ৷
প্রসঙ্গত, সোমবার লখনউ থেকে আহমেদাবাদ যাচ্ছিল একটি ইন্ডিগো বিমান ৷ আহমেদাবাদে অবতরণ করার কিছুক্ষণ আগে ইঞ্জিনে সমস্যা দেখা দেয় ৷ ইঞ্জিনে সমস্যা নিয়েই রানওয়েতে অবতরণ করে বিমানটি ৷ এরপরই ডিজিসিএ-র কর্মকর্তারা অন্তর্দেশীয় বিমান গুলির পরীক্ষা নিরীক্ষা শুরু করেন ৷ পরীক্ষার পরই জরুরিভিত্তিতে ইন্ডিগোর ১১টি A320 বিমান জরুরি ভিত্তিতে বাতিল করা হয়৷ বাতিল হয়েছে ইন্ডিগোর ২টি A320Neo বিমানও ৷
advertisement
বাংলা খবর/ খবর/দেশ/
ইঞ্জিনে বিভ্রাট! বাতিল ৪৭টি ইন্ডিগো বিমান
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর – ৫ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর – ৫ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে
  • সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর, ২০২৫ – ৫ অক্টোবর, ২০২৫

  • এই সপ্তাহটা কেমন যাবে আপনার?

  • দেখে নিন রাশি মিলিয়ে, জানাচ্ছেন চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement