জানেন দেশের ১ শতাংশ ধনীর হাতে কত সম্পদ রয়েছে ?

Last Updated:

দেশের মাত্র এক শতাংশ বড়লোকের হাতেই ৭৩ শতাংশ সম্পদ রয়েছে। অথার্ৎ ধনীরা আরও ধনী হচ্ছে ৷

#নয়াদিল্লি: দেশের মাত্র এক শতাংশ বড়লোকের হাতেই ৭৩ শতাংশ সম্পদ রয়েছে। অথার্ৎ ধনীরা আরও ধনী হচ্ছে ৷ সম্প্রতি একটি আন্তর্জাতিক সমীক্ষায় আয়ের বৈষম্যের এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে ৷ রিপোর্ট অনুযায়ী, গত বছর যত সম্পদ তৈরি হয়েছে তার মধ্যে ৭৩ শতাংশ দেশের ১ শতাংশ বড়লোকের কাছে।
ওক্সফ্যামের ‘রিওয়ার্ড ওয়ার্ক, নট ওয়েলথ’ রিপোর্টে বলা হয়েছে ২০১৭ সালে ২০.‌৯ লক্ষ কোটি টাকার সম্পদ বেড়েছে ১ শতাংশ ধনী মানুষের ৷ এই সংখ্যাটি ২০১৭–১৮ সালের কেন্দ্রীয় সরকারের মোট বাজেটের সমান ৷ অন্যদিকে ওই একই সময় ৬৭ কোটি ভারতীয় যারা গরীবদের দলে পড়ে তাদের সম্পদ বেড়েছে মাত্র ১ শতাংশ ৷
গত বছর বিশ্বের উৎপাদিত মোট সম্পদের ৮২ শতাংশ চলে গিয়েছে এক শতাংশ ধনীর হাতে। আর ৩৭০ কোটি মানুষের কোনও সম্পদ বাড়েনি। সেইদিক থেকে ভারতের অবস্থা অনেক ভালো ছিল বলে মনে করা হচ্ছে ৷ ২০১৬ সালে এক শতাংশ ধনীর হাতে জমা পড়েছিল ৫৮ শতাংশ সম্পদ। সেটা বিশ্বের নিরিখে কম ছিল।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
জানেন দেশের ১ শতাংশ ধনীর হাতে কত সম্পদ রয়েছে ?
Next Article
advertisement
Ajker Rashifal | Horoscope Today: রাশিফল ১৩ নভেম্বর, ২০২৫: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল ১৩ নভেম্বর, ২০২৫: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ
  • রাশিফল ১৩ নভেম্বর, ২০২৫

  • দেখে নিন আপনার আজকের দিন কেমন যাবে?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement