গত দু’মাসে দেশজুড়ে গণপিটুনির ঘটনা, উদ্বিগ্ন কেন্দ্রীয় সরকার নির্দেশিকা পাঠাল রাজ্যগুলিকে

Last Updated:

দেশে বেড়েই চলেছে গণপিটুনির ঘটনা ৷ একের পর এক এই ধরণের ঘটনা অস্বস্তিতে ফেলেছে কেন্দ্রীয় সরকারকে ৷

#নয়াদিল্লি: দেশে বেড়েই চলেছে গণপিটুনির ঘটনা ৷ একের পর এক এই ধরণের ঘটনা অস্বস্তিতে ফেলেছে কেন্দ্রীয় সরকারকে ৷ গরু পাচারকারী সন্দেহে সম্প্রতি রাজস্থানের আলওয়ারে পিটিয়ে খুন করা হয় আকবর খান নামের এক ব্যক্তিকে ৷ ওই যুবককে পিটিয়ে হত্যা করে স্বঘোষিত গোরক্ষকরা। এই ঘটনায় দু’জনকে এখনও পর্যন্ত গ্রেফতার করেছে পুলিশ৷ ধৃতদের কঠোরতম শাস্তির দাবি জানিয়েছেন আকবরের বাবা ৷ মৃত আকবর হরিয়ানার কোলগাঁওয়ের বাসিন্দা ৷ পুলিশ জানায়, শুক্রবার রাতে দু’টো গরু নিয়ে গ্রামের দিকে ফিরছিলেন তাঁরা ৷ ওই সঙ্গীও তখন ছিলেন আকবরের সঙ্গে ৷ সেই সময় কিছু যুবক তাঁদের গরু পাচারকারী সন্দেহে মারতে শুরু করে ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় আকবরের ৷ গুরুতর আহত হন তাঁর সঙ্গী।
ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ৷ পুলিশ তাঁদের অভিযোগ নিতে চায়নি বলে দাবি করেছেন আকবরের পরিবার ৷ সোমবার সংবাদমাধ্যমকে রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সংবাদমাধ্যমে তিনি শুনেছেন, এই ঘটনায় তত্‍পর নয় পুলিশ ৷ তাই তিন সদস্যের একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে ৷ পুলিশের ভূমিকার তদন্ত করবে এই কমিটি ৷ আলওয়ারে গোরক্ষার নামে গণপিটুনিতে মৃত্যুর ঘটনায় পুলিশের ভূমিকা খতিয়ে দেখতে তিন সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছেন রাজস্থানের স্বরাষ্ট্রমন্ত্রী গুলাবচাঁদ কাটারিয়া ৷ ইতিমধ্যেই পুলিশের ভূমিকার তদন্ত শুরু করে দিয়েছে সেই কমিটি ৷
advertisement
LYNCHING MAP
advertisement
কিছু দিন আগেই গণপিটুনি নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে সুপ্রিম কোর্ট। উন্মত্ত জনতার হাতে আইন চলে যেতে পারে না বলে জানিয়ে দিয়েছিল শীর্ষ আদালত। কখনও শিশু অপহরণের অভিযোগে, গো হত্যার অভিযোগ আবার কখনও বা ছিনতাই ডাকাতির সন্দেহে দেশের বিভিন্ন জায়গায় গণপিটুনির ঘটনা দেখা গিয়েছে ৷ শুধু রাজস্থানই নয়, তামিলনাডু, তেলেঙ্গানা, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ , গুজরাতের মতো রাজ্য গুলিতে একই ঘটনা ঘটেছে সম্প্রতি ৷  দেশে বাড়তে থাকা গণপিটুনির ঘটনায় যথেষ্ট উদ্বিগ্ন কেন্দ্রীয় সরকার ৷ মে থেকে জুলাইয়ের মধ্যেই সারা দেশে প্রায় ১২টা এধরণের ঘটনা ঘটেছে ৷ গণপিটুনির ঘটনা রুখতে রাজ্যগুলিকে নির্দেশিকা পাঠাতে বাধ্য হয়েছে কেন্দ্র ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
গত দু’মাসে দেশজুড়ে গণপিটুনির ঘটনা, উদ্বিগ্ন কেন্দ্রীয় সরকার নির্দেশিকা পাঠাল রাজ্যগুলিকে
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?
  • সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement