ভারতের প্রথম ‘ইঞ্জিনবিহীন’ ট্রেন, গতি শতাব্দী এক্সপ্রেসের চেয়েও বেশি !

Last Updated:
#চেন্নাই: অন্যান্য অনেক দেশের মতো এবার ইঞ্জিনবিহীন ট্রেন চালু হচ্ছে ভারতেও ৷ যার গতি শতাব্দী এক্সপ্রেসের চেয়েও বেশি ৷ এই দুর্দান্ত ট্রেনটি জনসমক্ষে আসতে চলেছে আগামী ২৯ অক্টোবর ৷ ইঞ্জিনবিহীন এই ‘Train 18’-এর সর্বোচ্চ গতি ঘণ্টায় ১৬০ কিমি ৷ যা শতাব্দী এক্সপ্রেসের চেয়েও ৩০ কিলোমিটার বেশি ৷
উচ্চগতির এবং বিনা ইঞ্জিনের এই ‘ট্রেন ১৮’-র মোট কামরা সংখ্যা ১৬ ৷  প্রায় আঠেরো মাস ধরে চেন্নাইয়ের ইন্ট্রিগ্রাল কোচ ফ্যাক্টরিতে তৈরি হয়েছে সম্পূর্ণ শীততাপনিয়ন্ত্রিত এই ট্রেনটি। ট্রেনটির মাঝখানে আছে দুটি একজিকিউটিভ কম্পার্টমেন্ট। সেখানে ৫২টি সুপার কমফর্ট আসন রয়েছে। অন্য কোচগুলিতে সিটের সংখ্যা ৭৮।
Train 18-এর ভিতরটা কেমন দেখতে দেখে নিন Train 18-এর ভিতরটা কেমন দেখতে দেখে নিন
advertisement
advertisement
এই ট্রেন অত্যন্ত স্পেশ্যাল, তা শুধুমাত্র ইঞ্জিনবিহীন বলেই নয় ৷ এই ট্রেনে রয়েছে প্লাজমা টিভি থেকে শুরু করে সিসিটিভি, অটোমেটিক দরজা এবং জিপিএস নিয়ন্ত্রিত প্যাসেঞ্জার ইনফর্মেশন সিস্টেমও ৷ প্রতিটি যাত্রীই যাতে ড্রাইভারকে দেখতে পান, সেভাবেই ট্রেনের নকশা তৈরি করা হয়েছে ৷
অত্যাধুনিক এই ট্রেন তৈরি করতে খরচ হয়েছে প্রায় ১০০ কোটি টাকা ৷ আপাতত ১টি ট্রেন চালু করার কথা থাকলেও পরবর্তীকালে আরও বেশ কয়েকটি ইঞ্জিনবিহীন ট্রেন চালুর পরিকল্পনার রয়েছে কেন্দ্রের ৷ তবে এই ট্রেনের বেশ কয়েকটি ট্রায়াল রান এখনও বাকী ৷ সেটা সম্পূর্ণ হলেই যাত্রীদের জন্য পরিষেবা চালু হবে ‘ট্রেন এইটিন’-এর ৷
বাংলা খবর/ খবর/দেশ/
ভারতের প্রথম ‘ইঞ্জিনবিহীন’ ট্রেন, গতি শতাব্দী এক্সপ্রেসের চেয়েও বেশি !
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement